রায়পুরে বিরাট দানেও শেষরক্ষা হল না : প্রোটিয়াদের কাছে দ্বিতীয় একদিনের ম্যাচে হারল ভারত – সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

কলকাতা ,৪ ডিসেম্বর : রাঁচির পর এবার রায়পুরেও বিরাট দাপট! পরপর দুই জায়গাতে রেকর্ড কিং কোহলির। যেন রাঁচির ছায়া রায়পুরেও! ওয়ানডে ফরম্যাটে আরও এক শতরানের রেকর্ড বিরাটের। একদিকে যখন কোচ গৌতম গম্ভীর এর সঙ্গে তার সম্পর্কের সমীকরণ নিয়ে হাজারও প্রশ্ন, অন্যদিকে কোচের সামনেই একের পর এক শতরানের ইনিংস হাঁকাচ্ছেন কোহলি।

পরিসংখ্যান অনুযায়ী, ওয়ানডে ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ তিনটি ম্যাচেই শতরান হাঁকিয়েছে কিং কোহলি। শুরু হয়েছিল ২০২৩ থেকেই সেই বছর ওয়ানডে বিশ্বকাপে কলকাতায় দক্ষিণ আফ্রিকা বনাম ভারত এর ম্যাচে বিরাট গড়েছিল ১০১ রানের ইনিংস, এটি বহাল রয়ে গেছে চলতি সিরিজে রাঁচির পর রায়পুরেও একই অবয়ব বিরাটের। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট করতে নেমে ৯০ বলে শতরান পূরণ করেন কোহলি। এর মধ্যে রয়েছে সাতটি চার ও দুটি ছয়। এই নিয়ে একদিনের ক্রিকেটে মোট ৫৩ তম শতরান গড়লেন কোহলি এবং আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৮৪ তম সেঞ্চুরি বিরাটের।

এদিকে বিরাট ভক্তদের উচ্ছ্বাস ও উন্মাদনার সাক্ষী হয়ে রইল রাঁচির পর রায়পুরও।ম্যাচে জলপান বিরতির সময় এক বিরাট ভক্ত নিরাপত্তা ভেঙে ছুটে পৌঁছয় বিরাট এর কাছে। রায়পুরের শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের ম্যাচ। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা, ফলে প্রথমে ব্যাট হাতে নামে টিম ইন্ডিয়া। ৫০ ওভার ৫ উইকেটে ৩৫৮ রান গড়ে ভারত। অপরদিকে রান তাড়া করতে নেমে ৪৯ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে ৩৬২ করে, ৪ উইকেটে জয় হয় দক্ষিণ আফ্রিকার।

এই জয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। এদিনের ম্যাচে বিরাটের পাশাপাশি ফর্মে দেখা যায় রুতুরাজ গায়কোয়াড় ও কে এল রাহুলকে। বিরাট কোহলির পাশাপাশি এদিন শতরান গড়েন রুতুরাজও , ৮৩ বলে ১০৫ রানের ইনিংস খেলেন তিনি। অপরদিকে ভারতীয় ব্যাটার কে এল রাহুল ও অর্ধশত রান করেন , ৪৩ বলে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। এত বড় রানের দৌড়ে এর আগে ২০১৯ সালে ভারতের বিরুদ্ধে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এরপর ২০২০ তে নিউজিল্যান্ড, ২০২১ – এ ইংল্যান্ডের পর , এবার ২০২৫ – এ এই বৃহৎ রানের দৌড়ে জয় পেল দক্ষিণ আফ্রিকা। এদিন জয়ের পর তিন ম্যাচে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ১-১।●

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *