
একের পর এক কল-কারখানা বন্ধ হয়ে যাওয়া, বিশ্বায়নের প্রভাবে দ্রূত পরিবর্তিত হতে থাকা আর্থ-সামাজিক পটভূমি আর তাকে ঘিরে আদর্শহীন, সুবিধাভোগী রাজনৈতিক পরিমন্ডল এই ছবির প্রেক্ষাপট। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষের বেঁচে থাকার লড়াই, সুখ, দুঃখ ভালোবাসার গল্প বলবে এই ছবি। বিগত ২৫ বছরে বাংলার সমাজ, অর্থনীতি ও রাজনীতির প্রতিচ্ছবি দেখা যাবে এই সিনেমায়। স্বপ্নময় চক্রবর্তীর দুটি ছোট গল্প থেকে অনুপ্রাণিত এই ছবির গল্প। ছবির কাহিনী প্রবাহিত হয় রসময় ও অনির্বান নামে দুজন মানুষকে নিয়ে। এই দুই চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
হঠাৎ কারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে ছবির দুই মুখ্য চরিত্রের জীবনের পথ এলোমেলো হয়ে যায়। কাজ চলে যাওয়ায় রসময় বউ, মেয়েকে নিয়ে চরম অভাবে-অনটনে দিন কাটাতে থাকে। ইউনিয়নের সক্রিয় সদস্য রসময় কিছুদিন ইউনিয়নকে নেতৃত্ব দিয়ে খুব মিটিং-মিছিল করে। কিন্তু কিছুই হয় না, একের পর এক করে দিন চলে যায়। রাস্তার ধারে চপ বিক্রি করে কোনওমতে দিন চলতে থাকে। এদিকে রাতের অন্ধকারে কারখানার যন্ত্রপাতি বিক্রি হতে থাকে, কারাখানার জমিতে বহুতল হাউজিং বানানোর চক্তান্ত করতে থাকে রাজনৈতিক নেতারা ও কারখানার মালিক। রসময়ের দীর্ঘদিনের রাজনৈতিক বিশ্বাস ক্রমশ ভেঙ্গে যেতে থাকে। ক্রমে আরও বড় বিপর্যয় নেমে আসে রসময়ের জীবনে যখন রাস্তার ধারে তার তেলেভাজার স্টলের সামনে ঝাঁ চকচকে সুসজ্জিত তেলেভাজার দোকান খোলে তারই পরিচিত একজন।