সরস্বতী পুজোর দিন বাড়ি থেকে অপহৃত যুবক : কলকাতা পুলিশের অভাবনীয় তৎপরতায় হাতেনাতে গ্রেফতার অপহরণকারীরা

রবিবার সরস্বতী পুজোর দিন ঘটনাটি ঘটে । পুলিশ সূত্রে খবর , ওই দিন দুপুর ২টোয় প্রগতি ময়দান থানা এলাকার বাসিন্দা দিলীপ কুমারের বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা । অভিযোগ, বাড়িতে ঢুকে দিলীপ ও তাঁর পরিবারের সদস্যদের শাসানি দিয়ে তার পর তাঁর উনিশ বছরের পুত্র প্রিন্সকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় ।দিলীপের দাবি অনুযায়ী , কিছুক্ষনের মধ্যেই তাঁর ফোনে ভিডিয়ো কল আসে দিলীপের পুত্রের ফোন থেকে ।ছেলেকে সশরীরে ফিরে পেতে হলে দেড় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা । টাকা নিয়ে কোথায় হাওড়ায় আসতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়।

অভিযোগ পেয়েই তৎপর হয় প্রগতি ময়দান থানার পুলিশ।দিলীপকে টাকা নিয়ে যেতে বলে পুলিশ। পুলিশও হাওড়ায় পৌঁছয় এবং অপহরণকারীদের ধরার জন্য দূর থেকেই নজর রাখে । ফোনের নির্দেশ মতো বিভিন্ন অলিগলি হয়ে নির্ধারিত স্থানে পৌঁছান দিলীপ। পুলিশও তাঁকে অনুসরণ করছিল। দিলীপের কাছ থেকে টাকা নেওয়ার সময়েই পুলিশ অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলে । অভিযোগ জমা পড়ার পরই সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে কলকাতা পুলিশ এবং অভিযান চালিয়ে অপহৃতকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *