নিজস্ব প্রতিনিধি : মহরম ইসলাম ধর্ম অনুযায়ী একটি অতি পবিত্র দিন। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী বর্ষপঞ্জির প্রথম মাস হলো মহরম। চারটি পবিত্র মাসের মধ্যে এটি অন্যতম। এই মাসের ১০ তম দিনে এই মহরম বা আশুরা পালিত হয়। এই দিন কারবালার যুদ্ধে শহীদ ইমাম হাসান ও হুসেনের শোক পালনের জন্য মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে তারা তাদের এই দুঃখের দিনটি স্মরণ করেন।
দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোডে প্রতি বছরের ন্যায় এবছরও উদযাপিত হল মহরম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাঠি খেলা, তলোয়ার চালনা ,বিভিন্ন বাদ্যযন্ত্রের উপস্থাপনা, বিভিন্ন ইসলামীয় পতাকা ও শকট সহ কালো পোশাক পরে পদযাত্রা ইত্যাদির মাধ্যমে এই দিনটি পালিত হয়।এছাড়াও এদিন বিভিন্ন পোশাক, রংবেরঙের চুড়ি, বাচ্চাদের খেলনা প্রভৃতি স্টলেরও আয়োজন করা হয়েছিল ।এদিন স্থানীয় জনগণের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের লোকজনদের ভিড় ছিল চোখে পড়ার মতো । বলাবাহুল্য ,এদিন মহরম কে কেন্দ্র করে সমগ্র আনোয়ার শাহ রোড যেন সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠ স্থান হয়ে উঠেছিল ।মহরম উপলক্ষে এদিন এখানে উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ।