সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত জনপ্রিয় ‘‘ইয়া আলি’ গায়ক জুবিন গর্গ

কলকাতা, ২০ সেপ্টেম্বর : বিনোদন জগতে আবারও নক্ষত্র পতন। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ভার্সেটাইল গায়ক জুবিন গর্গ। স্কুবা ডাইভিং করতে গিয়ে সমুদ্রের গভীরে হঠাৎ ঘটে যাওয়া বিপর্যয়ে গুরুতর জখম হন গায়ক জুবিন গর্গ।নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন । সেখানেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংকটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায়ই তাঁর মৃত্যু হয়।

জুবিন সিঙ্গাপুরে গিয়েছিলেন উত্তর-পূর্ব উৎসব-এ অংশগ্রহণ করতে, যেখানে শুক্রবার সন্ধ্যায় তাঁরঅনুষ্ঠান করার কথা ছিল।কিন্তু তার আগেই সব শেষ।স্কুবা ডাইভিং করার সময়ে তিনি শ্বাসকষ্ট অনুভব করেন এবং অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তাৎক্ষণিক ভাবে CPR দেওয়া হয়। তাঁকে নিবিড় পর্যবেক্ষণেও রাখা হয়। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। তাকে বাঁচানোর সব কম চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভারতীয় সময়ে দুপুর আড়াইটের দিকে ICU-তে তাঁকে মৃত ঘোষণা করা হয়।’

জুবিনের ‘ইয়া আলি’ মাতিয়ে দিয়েছিল গোটা দেশ।জ়ুবিন শুধু অসমীয়া, বাংলা এবং হিন্দি চলচ্চিত্রে কাজ করেননি— তিনি ৪০টিরও বেশি ভাষা ও উপভাষায় গান গেয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন। তাঁর কণ্ঠে মিশে আছে অঞ্চল, আবেগ, এবং সংস্কৃতির ছোঁয়া। একাধিক বাংলা ছবিতেও গান গেয়েছেন তিনি। জ়ুবিনের এই মৃত্যু দেশের সংগীত জগতের এক অপূরণীয় ক্ষতি।তাঁর কণ্ঠে মিশে ছিল অঞ্চল, আবেগ, এবং সংস্কৃতির ছোঁয়া।তার মৃত্যর খবর ছড়িয়ে পড়তেই সংস্কৃতি জগতে নেমে আসে গভীর শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *