যুগবীক্ষণ ডিজিটাল ডেস্ক (tistamondal4tista@gmail .com/ Whatsap-7604097600 / 7365021506)
কলকাতা,৪ জানুয়ারী : নতুন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও ঐকান্তিক উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পরিচালনায় ২ রা জানুয়ারী থেকে শুরু হয়ে গেল বাংলা সঙ্গীত মেলা ২০২৪ – ২৫। এগারটি মঞ্চে কলকাতা সহ বিভিন্ন জেলার প্রায় পাঁচ হাজারের বেশি সংগীত শিল্পী সঞ্চালক যন্ত্র শিল্পী এই মেলায় অংশগ্রহণ করবেন।
তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন গত ১জানুয়ারি রবীন্দ্র সদনে উদ্বোধনের মাধ্যমে এই সংগীত মেলার ঘোষণা করেন । তিনি তাঁর বক্তব্যে জানান, এই রাজ্যে যেভাবে বিপুল সংখ্যক লোকসংগীত শিল্পী থেকে বিভিন্ন শিল্পীদের প্রতি মাসে আর্থিক অনুদান দেওয়া হয় এবং তাদের বিভিন্ন অনুষ্ঠানে নিজেদের প্রতিভা পরিবেশন করার সুযোগ করে দিয়ে যেভাবে আয়ের সুযোগ করে দেওয়া হয়েছে তা একমাত্র সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এর পক্ষেই ।
রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহ সহ আরো ৯ জায়গায় চলছে এই সঙ্গীত মেলা এগুলি হল- একতারা মুক্তমঞ্চ, শিশির মঞ্চ, হেদুয়া পার্ক, মহাজাতি সদন , রাজ্য সঙ্গীত আকাদেমি মুক্তমঞ্চ , মধুসূদন মুক্তমঞ্চ , ঋষি অরবিন্দ পার্ক- টালিগঞ্জ, মোহর কুঞ্জ , দেশপ্রিয় পার্ক প্রতিদিন বিকাল ৫ টা থেকে শুরু এই সংগীত মেলা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।প্রতিদিনই থাকছে বিভিন্ন ঘরানার গান নিয়ে নামী দামি ও উদীয়মান শিল্পীদের মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান।

এই সংগীত মেলায় বিভিন্ন সংগীতপ্রতিযোগিতা কর্মশালা যেমন হবে তেমনি প্রতিভাবান নবীন শিল্পীদের অংশগ্রহণের সুযোগ থাকছে । বিভিন্ন মঞ্চে বাংলা ব্যান্ডের গানও পরিবেশিত হবে। এই সঙ্গীত মেলার পাশাপাশি এবছর শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে উৎপলা সেন, সুচিত্রা মিত্র , ছবি বন্দোপাধ্যায় এবং কণিকা বন্দ্যোপাধ্যায় এর মত উজ্জ্বল নক্ষত্রদের , এই সমস্ত কিংবদন্তিদের তাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজের কিছু নিদর্শন তুলে ধরা হয়েছে গগনেন্দ্র শিল্প প্রদর্শশালা – তে, প্রতিদিন দুপুর ২ টো থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকছে এই প্রদর্শনীশালা।
এই সঙ্গীত মেলা কে কেন্দ্র করে সেজে উঠেছে ঐতিহ্যবাহী রবীন্দ্র সদন প্রাঙ্গণ,,, রয়েছে হাতে তৈরি মহিলাদের সাজ-সজ্জা, ঘর সাজানোর সামগ্রী, রকমারি খাবার এবং বই এর বেশ কিছু ছোট ,বড়, মাঝারি স্টল। বলা বাহুল্য সব মিলিয়ে জনসমাগমে প্রতিদিনই মুখরিত হয়ে উঠছে গোটা রবীন্দ্রসদন প্রাঙ্গণ