হারের কারণ খুঁজেই পাচ্ছেন না বাগানের কোচ।

মোহনবাগানের লিগ-শিল্ড জয়ের স্বপ্ন ধাক্কা খেয়েছে। ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির কাছে হেরে নিজেদের রাস্তা নিজেরাই কঠিন করে ফেলেছে মোহনবাগান। এখন যা পরিস্থিতি তাতে বাকি তিন ম্যাচই জিততে হবে তাদের। চেন্নাইয়িনের কাছে হারের কারণ খুঁজে পাচ্ছেন না মোহনবাগানের সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ়। তবে তিনি স্বীকার করে নিয়েছেন যে লিগ-শিল্ড জয়ের রাস্তা কঠিন হয়ে পড়েছে।

রবিবার মোহনবাগানের প্রধান কোচ আন্তোনিয়ো লোপেজ় হাবাসের শরীর খারাপ থাকায় কোচের দায়িত্ব সামলাতে হয়েছিল পেরেজ়কে। ম্যাচের পরে আইএসএলের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে পেরেজ় বলেন, “অবশ্যই শিল্ড জয়ের রাস্তা আমাদের আরও কঠিন হল। আর তিনটে ম্যাচ বাকি আছে আমাদের। এই তিন ম্যাচে আমরা ৯ পয়েন্ট পেলে চ্যাম্পিয়ন হতে পারি। এই ম্যাচের আগে পর্যন্ত আমাদের ১০ পয়েন্ট দরকার ছিল। এখন ৯ পয়েন্ট দরকার। তার মধ্যে ৩ পয়েন্ট মুম্বইয়ের বিরুদ্ধেও পেতে হবে। রাস্তাটা কঠিন, কিন্তু অসম্ভব নয়।”

এগিয়ে থাকার পরেও শেষ ২৫ মিনিটে তিনটি গোল খেয়ে হারতে হয়েছে বাগানকে। কেন হঠাৎ খেলা খারাপ হল তার কোনও কারণ অবশ্য খুঁজে পাচ্ছেন না পেরেজ়। তিনি বলেন, “কারণটা আমার জানা নেই। জানলে তো সেই অনুযায়ীই সিদ্ধান্ত নিতাম। চেন্নাইয়িনের ৩ পয়েন্ট খুবই জরুরি ছিল। সেই মতোই ওরা খেলেছে। ৩ পয়েন্ট আমাদেরও দরকার ছিল। কিন্তু আমরা সে ভাবে খেলতে পারিনি। প্রথমার্ধে একটা ভাল গোল পাই। একাধিক সুযোগ হাতছাড়াও হয়। কিন্তু তার পর থেকে আর ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *