যুগবীক্ষণ নিউজ ব্যুরো ( Dial -7604097600 ; Whatsap – 7365021506 )
কলকাতা, ২৬ জানুয়ারী : ৭৬ তম প্রজাতন্ত্র দিবস এর প্রাক্কালেই পদ্মপুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করল কেন্দ্র। যদিও সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হতে পারে বলে জল্পনা ছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই পথে হাঁটে নি। এবছর দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ পাচ্ছেন মোট ৭ জন , ১৯ জন পাচ্ছেন পদ্মভূষণ , ১১৩ জন কে দেওয়া হচ্ছে পদ্মশ্রী সম্মান। পদ্মশ্রী প্রাপকদের মধ্যে ৯ জন বাংলার।

বাংলার যারা পদ্মশ্রী পাচ্ছেন সেই তালিকায় রয়েছেন গায়ক অরিজিৎ সিং, নৃত্যশিল্পী মমতা শঙ্কর,শরতবাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদার, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার প্রাক্তন এম ডি শিল্পপতি পাবন গোয়েঙ্কা , সেঞ্চুরি প্লাইউড এর চেয়ারম্যান শিল্পপতি সজ্জন ভজনকা , সমাজকর্মী বিনায়ক লোহানি, রাজবংশী ভাষার সাহিত্যিক নগেন্দ্রনাথ রায় , উত্তর ২৪ পরগনার ঢাকি গোকুল চন্দ্র দাস , এবং বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক স্বামী, প্রদীপতানন্দ ওরফে কার্তিক মহারাজ। এছাড়া বাঙ্গালীদের মধ্যে পদ্মশ্রী পাচ্ছেন স্টেট ব্যাংকের প্রাক্তন চেয়ারপারসন অরুন্ধতী ভট্টাচার্য , ত্রিপুরার শিক্ষাবিদ ও সাহিত্যিক অরুণোদয় সাহা , এবং মরণোত্তর পদ্মভূষণ সম্মান পাচ্ছেন প্রয়াত অর্থনীতিবিদ এবং প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বিবেক দেবরায়।
বাংলার পদ্মশ্রী প্রাপকদের তালিকায় কার্তিক মহারাজের নাম নিয়ে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে, বলা হচ্ছে যে পদ্মের হয়ে গত লোকসভা ভোটে, প্রচারের প্রতিদান হিসেবেই তার এই পদ্মশ্রী প্রাপ্তি। গত লোকসভা ভোটে মুর্শিদাবাদের শক্তিপুরে ব্যাপক গোলমালের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী করেছিলেন এই কার্তিক মহারাজ কেই , এজন্য কার্তিক মহারাজ মানহানি মামলার চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। কার্তিকের নাম ঘোষণায় তৃণমূল শিবির বিজেপির রাজনৈতিক কৌশলের ইঙ্গিত পাচ্ছে। আর এক বাংলার পদ্মশ্রী প্রাপক গোকুল চন্দ্র দাস চিরাচরিত প্রথা ভেঙে মহিলাদের ঢাক বাজানোর তালিম দিয়ে গত দুর্গাপূজায় মহিলা ঢাকির দল তৈরি করে মেয়েদের স্বনির্ভরতার নয়া পথ দেখিয়েছিলেন । এই ব্যতিক্রমী উদ্যোগের পুরস্কার হিসেবেই মিলল তার এই সম্মান।
প্রসঙ্গত গত বছর লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার ৫ জনকে ভারতরত্ন দিয়েছিল , তারা হলেন কৃষি অর্থনীতিবিদ এম এস স্বামীনাথন, লালকৃষ্ণ আদবাণী, প্রয়াত দুই প্রধানমন্ত্রী পি ভি নরসিংহ রাও, ও চরণ সিং, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুর, তবে এবার দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন কাউকে দেওয়া হল না।