যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ডেস্ক :
Report by : Tista Mondal ● Editing & Graphix by : Laboni De

কলকাতা ,১১ ডিসেম্বর: ২০২৬-এ ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক তথা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা। চলতি বছর থেকে সেমিস্টার সিস্টেম শুরু হয়েছে শিক্ষা ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় যে বদল গুলি আনা হয়েছে সেগুলি হল :
এবার থেকে প্রশ্ন পড়ার জন্য ১০ মিনিট করে সময় দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের। প্রশ্নপত্রে থাকবে অনেক বেশি অপশন, এর পাশাপাশি গার্ডের ক্ষেত্রেও আনা হচ্ছে পরিবর্তন, এবার পরীক্ষায় পার্মানেন্ট টিচারদের দিয়েই পরীক্ষার গার্ড দিতে হবে। প্রয়োজনে প্রাইমারি সেকশন থেকে পার্মানেন্ট টিচার আনা যেতে পারে। পরীক্ষা শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের আগে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে প্রশ্নপত্র। কিছুদিন আগে উচ্চমাধ্যমিকে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে, কার্যত এই পরীক্ষায় সময়ের অভাব নিয়ে অভিযোগ ছিল পড়ুয়াদের। হিসাবশাস্ত্র , রসায়ন ও গণিত বিষয়ে সমস্যার মুখোমুখি হয়েছিল তাঁরা, কিছু বিষয়ে অতিরিক্ত সময় দেওয়ার কথা উঠছিল। এই পরিপ্রেক্ষিতেই পরীক্ষায় অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়ার পদক্ষেপ গ্রহণ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদ।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং এটি শেষ হবে দুপুর ১২:০০ টায় কিন্তু পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে অর্থাৎ ৯:৫০ মিনিটে প্রশ্নপত্র হাতে পেয়ে যাবে পরীক্ষার্থীরা। এ বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সাংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘ পরীক্ষার সময় নির্দিষ্ট রেখে ছাত্রছাত্রীদের সুবিধার্থে ১০ মিনিট আগে দেওয়া হবে প্রশ্নপত্র, যাতে পড়ুয়ারা ভালোভাবে প্রশ্ন পড়ে উত্তর দেওয়ার সময় পায়’। প্রসঙ্গত উল্লেখযোগ্য, নিয়ম মতো চতুর্থ সেমিস্টারের পরীক্ষার দিনই দ্বিতীয় ভাগে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে, এটি হবে ওএমআর শিটে।
পরীক্ষা শুরু হবে দুপুর ১:০০ টা থেকে এটি শেষ হবে ২:১৫ মিনিটে, এক্ষেত্রে পরীক্ষার্থীদের ওএমআর শিট দেওয়া হবে ১০ মিনিট আগে অর্থাৎ ১২:৫০ মিনিট নাগাদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, তৃতীয় সেমিস্টারের ১ঘন্টা ১৫ মিনিট ও চতুর্থ সেমিস্টারের ২ ঘণ্টা পরীক্ষা হবে । পরীক্ষার সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না। অপরদিকে পুরনো পরীক্ষার্থীদের ক্ষেত্রেও কোনও নিয়ম পরিবর্তন হচ্ছে না। তারা ৩ ঘন্টা ১৫ মিনিট পরীক্ষা দেবে।●