যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ডেস্ক:
Report : Tista Mondal ● Digital Arranger: Laboni De

কলকাতা ,৯ ডিসেম্বর: জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে নতুন সুবিধা এনেছে RBI! ভারতীয় রিজার্ভ ব্যাংক বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট একাউন্ট বা জিরো ব্যালেন্স একাউন্টে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এর ফলে গ্রাহকরা লেনদেনে বিশেষ ছাড়ের মতো সুবিধা পাবেন। এই পরিবর্তনগুলির মধ্যে রয়েছে আনলিমিটেড মাসিক জমা , কোনও রিন্যুয়াল ফি ছাড়াই বিনামূল্যে এটিএম বা ডেবিট কার্ড ব্যবহার করা, এছাড়াও বছরে কমপক্ষে ২৫ পৃষ্ঠার একটি বিনামূল্যে চেকবুক, ইন্টারনেট এবং মোবাইল ব্যাংকিং এবং একটি পাসবুক বা মাসিক স্টেটমেন্ট। রিজার্ভ ব্যাঙ্ক জিরো ব্যালেন্স একাউন্টে এই পরিবর্তন গুলি আনার জন্য ব্যাংক গুলিকে সাত দিন সময় দিয়েছে। যদিও এই নতুন পরিবর্তন গুলি আগামী বছর ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে।
নতুন নিয়মের আওতায় ব্যাংক গুলিকে প্রতি মাসে কমপক্ষে চারটি বিনামূল্যে টাকা তোলার অনুমতি দিতে হবে, যার মধ্যে তাদের নিজস্ব এটিএম এবং অন্যান্য ব্যাংকের লেনদেন অন্তর্ভুক্ত থাকবে। এই নতুন নিয়মের অধীনে, UPI, IMPS, NEFT, এবং RTGS- এর মতো ডিজিটাল পেমেন্ট লেনদেন গুলিকে উইথড্রল হিসেবে গণনা করা হবে না অর্থাৎ এই ডিজিটাল লেনদেনের জন্য ব্যবহারকারীদের আলাদা করে চার্জ দিতে হবে না। এছাড়াও কমপক্ষে ২৫ পৃষ্ঠার একটি চেকবুক বিনামূল্যে, ইন্টারনেট এবং মোবাইল ব্যাংকিং এবং একটি বিনামূল্যে পাসবুক বা মাসিক স্টেটমেন্ট ও পাওয়া যাবে। এটিএম এবং ডেবিট কার্ড কোনও বার্ষিক ফি ছাড়াই সরবরাহ করা হবে।
এই পরিবর্তন গুলি বাস্তবায়নের লক্ষ্য হলো, BSBD বা বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট একাউন্ট গুলিতে অ্যাক্সেস বৃদ্ধি করা। যাতে লোকেরা এই সুবিধা গুলি বুঝতে পারে। এই নয়া নিয়ম স্থানীয় অঞ্চলের ব্যাংক, গ্রামীণ সমবায় ব্যাংক, নগর সমবায় ব্যাংক , ক্ষুদ্র অর্থায়ন ব্যাংক, পেমেন্ট ব্যাংক এবং বাণিজ্য ব্যাংক সহ সকল ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হবে।