যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো
Report: Tista Mondal ● Digital Editing : Laboni Dey

কলকাতা ,১৫ অক্টোবর :বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এরই মাঝে ২০২৬ এর প্রার্থী ঘোষণা নিয়ে বড় আপডেট তৃণমূলের। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ২০২৬ শে নির্বাচন কেন্দ্র গুলির মধ্যে অন্যতম ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঁড়াবার ঘোষণা করেছেন। একই সঙ্গে দলের কর্মীদের মধ্যে সমস্ত মান কষাকষি , বিবাদ মিটিয়ে নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ার জন্য আহ্বান জানিয়েছেন। এই ঘোষণার পর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ভবানীপুর কেন্দ্র থেকে এক লক্ষেরও বেশি ভোটে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে জয়ী করার ডাক দিয়েছেন, কর্মীদের কোনও ভয় না পেয়ে ভোটের প্রচারে কোমর বেঁধে নেমে পড়ার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, বিরোধীদল বিজেপিকে ৩০ এর নিচে কম আসনে সীমাবদ্ধ রাখতে যাতে তারা পরবর্তীতে বিরোধী দলনেতারও পদ না পায়। প্রসঙ্গত
উল্লেখযোগ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে নিজেই প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । অপরদিকে ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন শোভন দেব চট্টোপাধ্যায়। নির্বাচন লড়াইয়ে অবশেষে নন্দীগ্রাম থেকে পরাজিত হয়েছিলেন মমতা। কিন্তু সাংবিধানিক ভাবে মুখ্যমন্ত্রী পদে থাকবার জন্য তাকে বিধায়ক হিসেবে নির্বাচন হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। অন্যদিকে, ভবানীপুর কেন্দ্রে শোভন দেব চট্টোপাধ্যায় জয়লাভের পর পদত্যাগ করেন। এমত পরিস্থিতিতে সেই শূন্য আসনে মমতা বন্দ্যোপাধ্যায় উপ- নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হয়ে ছয় মাসের মধ্যে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হন। এ বছরও এই কেন্দ্র থেকে তিনিই দাঁড়াচ্ছেন বলে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে।

এরই মধ্যে নিজের কেন্দ্র ভবানীপুর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা। পরিকল্পনা করে বাইরের লোক দিয়ে ভবানীপুর কে ভর্তি করে দেওয়া হচ্ছে এবং গরিবদের বস্তি ভেঙে সেখানে বড় বড় বাড়ি নির্মাণ করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে এই বিষয়গুলির উপর নজর রাখার কথাও জানিয়েছেন মমতা।