
যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ডেস্ক ( Whatsap-7604097600 / 7365021506 )
কলকাতা,৫ ডিসেম্বর : ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর উদ্বোধন হয়ে গেল বুধবার , ৪ ডিসেম্বর ধনধান্য প্রেক্ষাগৃহে। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তবে এ বছর এই চলচ্চিত্র উৎসবের রং কিছুটা যেন ফিকে । টলিপাড়ার অনেক কলাকূশলীকেই এই দিনের অনুষ্ঠানে দেখা যায় নি ।প্রবীণ ও নবীন প্রজন্মের মেলবন্ধনে এই অনুষ্ঠান ভিন্ন মাত্রা পেয়েছিল। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় , মাধবী মুখোপাধ্যায় , দুলাল লাহিড়ী, চিরঞ্জিত চক্রবর্তী , দীপঙ্কর দে , রঞ্জিত মল্লিক, শতাব্দি রায় , দেব , রুক্মিণী মৈএ, সৌমিতৃষা কুন্ডু, পাওলি দাম, দেবলিনা কুমার , রচনা ব্যানার্জি , সব্যসাচী চক্রবর্তী প্রমুখ বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন দলের সাংসদ অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি।তাদেরকে সঙ্গে নিয়ে মমতা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের শুভ উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার বিখ্যাত চলচ্চিত্র পরিচালক পাবলো জাস্টিনো সিজার।
KIFF উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তারকাদের জমজমাট নাচে – গানে ভরে ওঠে এদিনের ধনধান্য প্রেক্ষাগৃহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘এই পৃথিবীর একই মাটি ‘ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ডোনা গাঙ্গুলী ও তার দল। এই নৃত্য পরিবেশনার মধ্যে দিয়েই সূচনা হয় এদিনের অনুষ্ঠানের। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন যিশু সেনগুপ্ত এবং জুন মালিয়া।

৩০ তম বর্ষে KIFF এর এবছরের ফোকাস দেশ ফ্রান্স। কিংবদন্তি কিছু ফরাসি ছবি প্রদর্শিত হবে বিভিন্ন জায়গায় । এদিন উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’।এই কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষ-ও পালিত হচ্ছে এবারের উৎসবে।। এবছর প্রতিযোগী বিভাগে ১৪ টি ছবি কে মনোনীত করা হয়েছে ।যে সমস্ত দেশের ছবি এগুলির মধ্যে রয়েছে তা হল জাপান, বুলগেরিয়া, ফ্রান্স সহ বিভিন্ন দেশের ছবি।
এবছর KIFF কিফ এর থিম হল ‘বাংলার মাটিতে বিশ্বের ছবি’ । KIFF কিফ এর থিম সং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং এই গানটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। নন্দন সহ ২০ টি জায়গায় ২৯ টি দেশের ১৭৫ টি ছবি প্রদর্শিত হবে। যে সমস্ত জায়গায় ছবিগুলি প্রদর্শিত হবে তা হল – রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, ধনধান্য প্রেক্ষাগৃহ , নজরুল তীর্থ , রাধা স্টুডিও, নবীনা , মেনকা, স্টার থিয়েটার, এস এস আর অজন্তা , রবীন্দ্র ওকাকুরা ভবন, এসএসআর গ্লোব সিনেমা , আইনক্স (মেট্রো, কোয়েস্ট মল, সাউথ সিটি মল) পিভিআর (মানি স্কোয়ার)। চলতি বছরে KIFF কিফ বা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৪ ডিসেম্বর থেকে শুরু করে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে।