৫০ দিনে আজ উচ্চমাধ্যমিক,২০২৫ এর ফল : গুরুত্বপূর্ণ সংযোজন ও পরিমার্জন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

কলকাতা ,৭ মে : কয়েকটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সংযোজন সহ উচ্ছ মাধ্যমিক,২০২৫ পরীক্ষার ফল প্রকাশিত হলো আজ।পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় এই ফল প্রকাশ।এই প্রথম এ বছর থেকে ছাত্রছাত্রীদের মার্কশীটে থাকছে নতুন সংযোজন। পাশাপাশি রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদনের পদ্ধতিও বিশদে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।এ বার উচ্চ মাধ্যমিকের রেজ়াল্টে নম্বর ও গ্রেডের পাশাপাশি বিষয় এবং সার্বিক মার্কশিটে পার্সেন্টাইলের উল্লেখ থাকছে।আজ বুধবার রাত ১২টা থেকেই পরীক্ষার্থীরা উত্তরপত্রের তৎকাল ও সাধারণ রিভিউ (পিপিআর) এবং স্ক্রুটিনির (পিপিএস) আবেদন জানাতে পারবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তৎকালে রিভিউ ও স্ক্রুটিনির আবেদন করা যাবে ১১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর সাধারণ রিভিউ ও স্ক্রুটিনির আবেদন অনলাইনে ২২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করা যাবে।আজ দুপুর ২টো থেকেই ছাত্রছাত্রীরা সংসদের পোর্টাল থেকে ফল দেখতে ও রেজ়াল্ট ডাউনলোড করতে পারবে। তবে স্কুলের তরফে পরীক্ষার্থীদের হাতে মার্কশিটের হার্ডকপি তুলে দেওয়া হবে আগামীকাল ৮ মে, বৃহস্পতিবার।

সব বিষয়েই স্ক্রুটিনির আবেদন জানানো যাবেপরীক্ষার্থীরা তৎকাল রিভিউ ও স্ক্রুটিনির আবেদনের পর খুব বেশি হলে সাত দিনে ফল জানতে পারবে ।অন্যদিকে একমাসের মাথায়সাধারণ রিভিউ ও স্ক্রুটিনির ফল তারা জানতে পারবে ।তার জন্য পরীক্ষার্থীদের https://wbchseapp.wb.gov.in/portal/dashboard­­_student লিঙ্কে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। সাধারণ স্ক্রুটিনির জন্য বিষয় প্রতি ১৫০ টাকা ও রিভিউয়ের জন্য ২০০ টাকা ফি দিতে হবে। তৎকালে এই ফি যথাক্রমে ৬০০ টাকা ও ৮০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *