
নবশিশুর স্বনির্ভরতা, কতোটা প্রয়োজন আর কতোটা বাড়াবাড়ি তা নিয়ে কিছু কথা বলতে চলেছি। বাচ্চার লালনপালন কেমন হবে, আসলেই কেমন হওয়া উচিত সে নিয়ে ব্যক্তিভেদে একেক রকম মত মিলবে। কেউ হয়তো তিন বছরের শিশুকে নিজ হাতে খাবার খেতে শেখাতে চাইবে, স্বনির্ভর হবার প্রথম পাঠ দেবে। অন্যদিকে কোন কোন পরিবারে চার বছরের শিশুও এখনো ডায়পারে ঘুরে বেড়াচ্ছে। পরিবারভেদে বিষয়টা একেক জায়গায় একেক রকম। সেভাবে দেখতে গেলে সব বিষয়ই স্থান, কাল ও পাত্রভেদে বিভিন্ন রকম হয়, হয় বিভিন্ন মতের। কিন্তু প্রতিটি জিনিষেরই উচিত ও অনুচিত বলে কিছু সার্বজনীন মাপকাঠি থাকে। কমবেশি সেগুলো মেনে চলাটা আমাদেরকে মঙ্গলের পথেই চালিত করতে পারে। শিশুর লালনপালনেও আছে তেমনই কিছু বিষয়, যা নির্ধারিত আছে শিশুর জন্য ভালো বা মন্দ হিসেবে