সৌরসেনীর জন্মদিনে অন্তরঙ্গ ছবি পোস্ট নিখিল জৈনের, প্রেমের জল্পনায় সিলমোহর!

নুসরত জাহানের প্রাক্তন স্বামী ব্যবসায়ী নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে অভিনেত্রী সৌরসেনী মৈত্র প্রেম করছেন? বছর দুয়েক ধরেই টলিউডে গুঞ্জন। এবার অভিনেত্রীর জন্মদিনে আরও কাছাকাছি! ছবি তো অন্তত তেমনটাই বলছে। সৌরসেনীর (Sauraseni Maitra) জন্মদিনে অন্তরঙ্গ ছবি দিয়ে শুভেচ্ছা জানালেন নিখিল জৈন।

নিখিল-সৌরসেনীর সম্পর্কের গুঞ্জন নতুন নয়। বছর দুয়েক ধরেই টলিপাড়ার অন্দরে ফিসফাস! শোনা গিয়েছিল, দুজনে নাকি একসঙ্গে বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন। শুধু তাই নয়, বারাণসীতে বিজ্ঞাপনী শুট করতে গিয়েই নাকি টলিপাড়ার দুষ্টু-মিষ্টি অভিনেত্রীকে মন দিয়ে ফেলেছেন নিখিল। গতবছর ক্রিকেটের নন্দনকাননে ‘চুপিচুপি’ নিখিল-সৌরসেনীকে দেখে কম চর্চা হয়নি। সেসব জল্পনাতেই যেন এবার সিলমোহর বসালো নিখিলের পোস্ট করা ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *