অজয় দেবগনের ‘ময়দান’-এ মুগ্ধ সৌরভ, বাইশ গজের মহারাজ বলছেন, ‘মাস্ট ওয়াচ সিনেমা’

ফুটবলের স্বর্ণযুগ বড়পর্দায় দেখে আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায়।

কিংবদন্তী রহিম সাহেবের ভূমিকায় অজয় দেবগনকে (Ajay Devgn) দেখে মুগ্ধ বাইশ গজের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যে কোনও স্পোর্টস ড্রামা নিয়েই ‘দাদা’র রিভিউ বরাবর নজরে থাকে। এবার বনি কাপুর প্রযোজিত ‘ময়দান’ (Maidaan)-এর মার্কশিটে ফুলমার্কস বসালেন সৌরভ।

নিজের এক্স হ্যান্ডেলে ‘ময়দান’-এর ছবি শেয়ার করে মহারাজ লিখেছেন, ‘ময়দান’ সিনেম্যাটিক অভিজ্ঞতা একেবারে মিস করবেন না। ভারতের কিংবদন্তী ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিম এবং ভারতীয় ফুটবলের স্বর্ণযুগকে যে দক্ষতার সঙ্গে তুলে ধরা হয়েছে, তা দেখে আমি মুগ্ধ। আইকনিক ভারতীয় ফুটবল তারকাদের বড়পর্দায় জীবন্ত হয়ে ওঠার সাক্ষী রইলাম। এই স্পোর্টস ড্রামা মাস্ট ওয়াচ!” করণ জোহরও ‘ময়দান’-এর প্রশংসায় পঞ্চমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *