
নিজস্ব প্রিতিনিধি :২০২৪ এর লোকসভা ভোটের সপ্তম তথা শেষ পর্বের নির্বাচন আগামী পয়লা জুন,, এই শেষপর্বে যে যে কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল একদা বাম দুর্গ বলে পরিচিত যাদবপুর লোকসভাকেন্দ্র।গতবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী। তবে এবারে এই কেন্দ্রেপ্রার্থী বদল করেছে দল।এবারে এই কেন্দ্রে প্রার্থী আরেক চিত্রতারকা তথা দলের তরুণী নেত্রী সায়নী ঘোষ l তারহয়ে বিরাট প্রচার সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় l
কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশন এর 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাঘাযতীন এর যুব সংঘ ক্লাব ময়দানে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন প্রার্থী সায়নী ঘোষ সহ বিশিষ্ট মন্ত্রী ও নেতানেতৃবৃন্দ।এদিনের এই সভা থেকে মমতা বাংলা থেকে বিজেপি কে সমূলে বিসর্জনের ডাক দিয়ে দলের প্রার্থীকে বিপুল ভোটে জেতানোর আহ্বান জানান l
প্রসঙ্গত এই কেন্দ্রে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এবং বিজেপির ড.অনির্বাণ গাঙ্গুলী,,,সব মিলিয়ে এই কেন্দ্রে খেলা যে বেশ জমে উঠতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না l২০২৪ লোকসভা ভোটে যাদবপুর কার ? টানটান উত্তেজপনাপূর্ণ এই প্রশ্নের উত্তর পেতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। সবার নজর এখন সেই দিকে বৈকি !