T20 world cup : বুমরার ম্যাজিক স্পেলে ভারতের রুদ্ধশ্বাস পাকিস্তান বধ – হেরেও পাকিস্তানের নয়া রেকর্ড

নিজস্ব প্রতিনিধি : রুদ্ধশ্বাস ম্যাচ শেষে চারিদিকে বিক্ষিপ্ত উদ্দাম উল্লাস — কিন্তু ধ্বনি একটাই — বুম বুম বুমরা । পরাজয় খাদের কিনারা থেকে দলকে জয়ের উজ্জ্বল সরণিতে নিয়ে গেলেন জসপ্রীত বুমরা। রবিবার নিউ ইয়র্কে টি ২০ বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুখোমুখি হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দুই দেশ ভারত এবং পাকিস্তান।স্থানীয় নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল পাকিস্তান। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের পরে শুরু হয়েছিল এই ম্যাচ। একই কারণে বেশ কয়েকবার থমকে যায় ভারতের ব্যাটিং। কিন্তু বৃষ্টি থামার পর শুরু হয় ভারতের ব্যাটিং বির্পযয়। ভারত অল আউট হয়ে যায় ১৯ ওভারে ১১৯ রানে।রান।টি টোয়েন্টি ফরম্যাটে জেতার জন্য আদৌ যথেষ্ট রান নয়। ঋষভ পন্থ ছাড়া কোনো ভারতীয় ব্যাটসম্যানই সফল হতে পারেন নি। ঋষভ ৪২ রান করেন।
কিন্তু অল্প পুঁজি নিয়েও ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফরমেন্স আপাত দৃষ্টিতে অসম্ভব জয়কে সম্ভব করে তোলে । নায়ক অবশ্যই বুমরা। ১২০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে, পাকিস্তান ওভারে ৩ উইকেটে ৭৩ রান তুলে নেয়।ম্যাচ তখন পুরোপুরি পাকিস্তানের দিকে ঝুকে। ৪৭ বলে দরকার মাত্র ৪৭ রান।এমতাবস্থায় বুমরার অবিশ্বাস্য স্পেল ম্যাচটিকে পুরো ভারতীয়দের দিকে ঘুরিয়ে দেয়।ভারত ম্যাচটি জিতে নেয় ৬ রানে I পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিলেন বুমরা, I তাঁর ইকোনমি রেট ৩.৫০। গুরুত্বপূর্ণ সময়ে মূল্যবান উইকেটগুলি তুলে নিয়ে দলের জয়ে সবথেকে বড় অবদান রাখলেন তিনি ।ভারতীয় পেস অ্যাটাকের তিন কাণ্ডারীবুমরা-অর্শদীপ-সিরাজ।যদিও এই ম্যাচে সিরাজ কোনও উইকেট পাননি।অন্যদিকে ৩১ রান খরচ করে ১ উইকেট পেয়েছেন অর্শদীপ।
প্রসঙ্গত উল্লেখযোগ্য , এদিন ম্যাচের ফলাফল নির্ধারণের আগেই একটি রেকর্ড করে ফেলল পাকিস্তান। এই প্রথমবার পাকিস্তান বোলাররা টি ২০ বিশ্বকাপের ম্যাচে ভারতের সব উইকেট ফেলতে সক্ষম হল ।পাক দল এর আগে সাতবারের মুখোমুখি হয় ভারতের। তবে কোনওবারই ভারতের ১০ উইকেট ফেলতে পারেন নি পাক বোলাররা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *