২০২৪ উয়েফা ইউরো তে আলবেনিয়ার দ্রুততম গোলের রেকর্ড

স্টাফ রিপোর্টার : ইউরো,2024 এর দ্বিতীয় দিনেই সৃষ্টি হল নয়া ইতিহাস।১৯৬০ সাল থেকে চলে আসা সুদীর্ঘ ৬৪ বছরের ঐতিহ্যশালী এই ফুটবল প্রতিযোগিতায় দ্রুততম গোলটি করে ফেললেন আলবেনিয়ার নেদিম বায়রামি।ভাঙলেন ২০ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড।
চলছে গ্রুপ বি এর ইতালি এবং আলবেনিয়ার লীগ পর্যায়ের ম্যাচ।খেলার বয়স মাত্র ২২ সেকেন্ড ।নিজেদের অর্ধে থ্রো ইন পায় ইতালি। ফেদেরিকো দিমার্কো থ্রো করে কিপারের কাছে বল দিতে চেয়েছিলেন। কিন্তু আলগা বল সামনে পেয়ে আলবেনিয়ার মিডফিল্ডার বাজরামি আক্রমণে গেলেন।ইতালির ডিফেন্ডার আলেহান্দ্রো বাস্তোনির সামনে দিয়ে আড়াআড়ি শটে কিপার জিয়ানলুইজি দোনারুম্মাকে পরাস্ত করে ইতিহাস সৃষ্টিকারী গোলটি করেন তিনি।ইউরোর ইতিহাসে এর আগে দ্রুততম গোল ছিল রাশিয়ার দিমিত্রি কিরিচেঙ্কোর ।২০০৪ ইউরো তে গ্রিসের বিপক্ষে গ্রুপ ম্যাচে ৬৭ সেকেন্ডে তিনি ওই গোলটি করেছিলেন ।
যদিও এই ম্যাচে আলবেনিয়া ইতালির কাছে ২-১ গালে হেরে যায়।ইতালির হয়ে ম্যাচের প্রথমার্ধের ৫ ও ১৫ মিনিটে গোল দুটি করেন আলেসান্দ্রো বাস্তনি ও নিকোলা বারেল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *