রবীন্দ্রসদন থেকে তিস্তা মন্ডল এর রিপোর্ট :
তিনি বাঙালি নন, অথচ রবীন্দ্রসঙ্গীত বা বাংলা দেশাত্মবোধক গান– যন্ত্রসংগীতে তাঁর দশ আঙুলের ছোঁয়ায় সৃষ্ট অপূর্ব সুরের মূর্ছনায় মোহিত সারা বাংলা-সহ গোটা বিশ্ব ! সব জাতি, ধর্ম, বর্ণ তাঁর সুরের জাদুতে মিলেমিশে এক হয়ে যেত ।তিনি আদতে পার্সি মানুষ হয়েও কলকাতাকে আপন করেছিলেন গভীর ভাবে। তিনি সঙ্গীত পরিচালক ও যন্ত্রসঙ্গীত শিল্পী, সুরের ম্যাজিশিয়ান, ভিয়েস্তাপ আর্দেশির বালসারা যিনি সমগ্র বিশ্ব তথা দেশ জুড়ে ভি বালসারা নামেই জনপ্রিয়। ভায়োলিন, ম্যান্ডোলিন, পিয়ানো, মাউথঅর্গ্যান, অর্কেস্ট্রা-সহ একাধিক বাদ্যযন্ত্র সাবলীল বাজানোয় তাঁর সুখ্যাতি ছিল সারা বিশ্বে। ভি বালসারা ছিলেন মেলোডিকা ও ইউনিভক্সের উদ্ভাবক।অজস্র বাংলা হিট গানেরও সুরকার ছিলেন তিনি।
গতকাল রবীন্দ্রসদনে আয়োজিত হলো ভি বালসারার ১০২ তম জন্মদিবস উপলক্ষে একটি শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান। যৌথভাবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজক ছিল ভি বালসারা মেমোরিয়াল কমিটি এবং ক্যালকাটা ইউনাইটেড কালচারাল সোসাইটি। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন।এই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন কল্যাণ সেন বরাট, প্রেম গুপ্তা ,রাজীব মুখোপাধ্যায়, প্রতিময় গোস্বামী,মানব মুখোপাধ্যায় ,ব্রহ্মতোষ চট্টোপাধ্যায়,অমিত রায় ,দূর্বাদল চট্টোপাধ্যায় ,কাজল চক্রবর্তী প্রমুখ কলাকুশলীরা। উপস্থিত কলাকুশলীদের কন্ঠ ও যন্ত্র সঙ্গীতের অপূর্ব যুগলবন্দিতে অনুষ্ঠানটি একটি ভিন্ন মাত্রা পেয়েছিল বৈকি।এই অনুষ্ঠানে সংগীত জগতের বিশিষ্ট কিছু ব্যক্তিত্বদের ভি বালসারা স্মারক সম্মান প্রদান করা হয় I
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায়: ছিলেন সতীনাথ মুখোপাধ্যায় ও দেবাশীষ বসু ।