ইংল্যান্ড এর বার্লিন প্রাচীর ভেঙে ইউরো কাপ  জয় স্প্যানিশ আর্মাডার 

নিজস্ব প্রতিনিধি : ইউরো কাপ ২৪ চ্যাম্পিয়ন হল স্পেন।  বার্লিনের অলিম্পিয়াস্টেডিয়ন আয়োজিত ফাইনালে ইংল্যান্ডকে ২-১গোলে হারিয়ে একযুগ পর আবার ইউরো চ্যাম্পিয়ন হল স্প্যানিশরা।

 রুদ্ধশ্বাস ফাইনালের শুরুতে দুপক্ষই একে অপরকে মেপে নিতে কিছুটা রক্ষণাত্মক খেলতে থাকে।তবে প্রথম থেকেই স্পেনের আক্রমণের চাপ বেশি ছিল।  ম্যাচের ১১ মিনিটে উইলিয়ামস এর ক্রস দারুন দক্ষতায়  রুখে দেন  জন স্টোনস্ বিরতির আগে পর্যন্ত ইংল্যান্ড অনেকটা  সংঘবদ্ধ লেগেছে।  তারা ওপেন ফুটবল খেলেছে ম্যাচে। তাদের কোচ সাউথগেটের কৌশল ছিল, প্রথমে বিপক্ষকে বুঝে নিয়ে অ্যাটাকিং থার্ডে আক্রমণের ঝড় বইয়ে দেওয়া। হ্যারি কেন, সাকারা সেইসময় তছনছ করে দিয়েছিলেন স্পেন ডিফেন্স। কিন্তু আসল কাজটি অর্থাৎ গোলই  তারা করতে পারে নি এই ক্রমাগত আক্রমণ থেকে যার ফল তাদের ভোগ করতে হলো ম্যাচ শেষে পরাস্ত হয়ে।

ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য থাকলেও  স্পেন কোচ ফুয়েন্তে কৌশল বদলে আক্রমণে যেতেই দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে উইলিয়ামসের গোলে এগিয়ে যায় স্পেন। বক্সের ডান পাশ থেকে  বল পেয়ে  ইয়ামাল তাঁর বাঁ দিকে থাকা নিকো উইলিয়ামসকে বলটি দেন, তিনি গোল করতে ভুল  করেন নি  ।  ৭৩ মিনিটে গোল শোধ করে ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে সমতা ফেরান পামের। কিন্তু শেষ রক্ষা হল না। ৮৬ মিনিটের মাথায় প্রতি আক্রমণে ম্যাচের নির্ধারক গোল করে স্পেন্নের জয় নিশ্চিত করেন ওয়ারজাবাল।পিছিয়ে পরে গোলের জন্য মরিয়া চেষ্টা চালায় ইংল্যান্ড। ৮৯ মিনিটে পর পর দুটি আক্রমণ করেও কপাল খুলেনি। গোল লাইন ক্লিয়ারেন্স করেন দানি ওলমো। আর তাতেই ইউরো ,২৪ জয় নিশ্চিত  হয়ে যায় স্পেনের।

একযুগ পরে ইউরো কাপ চ্যাম্পিয়ন হলো স্প্যানিশরা I এই নিয়ে সর্বমোট চারবার তারা ইউরো জয় করল –১৯৬৪, ২০০৮, ২০১২ এবং ২০২৪ I অন্যদিকে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়া গতবারের মতো এবছরেও অধরা থেকে  গেল।প্রসঙ্গত ,গত বছর  ইউরো  কাপ  ফাইনালে ইতালির  কাছে  টাইব্রেকারে  ইংল্যান্ড  পরাস্ত  হয়েছিল Iটুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন স্পেনের ম্যানসিটি তারকা রদ্রি। ইয়াং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন স্পেনের  মাত্র সতেরো বছরের বিস্ময়কর  ফুটবল প্রতিভা ইয়ামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *