ভারতের তৃতীয় অ্যাথলিট হিসেবে টানা দুই অলিম্পিকে পদকের রেকর্ড নীরজ চোপড়ার

যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো: ভারতের সোনার ছেলের এবার রূপোজয়।প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভেলিন থ্রো ইভেন্টে  রূপো জয় করলেন নিরাজ চোপড়া। টোকিও অলিম্পিকে সোনা জয়ী চোপড়ার স্বর্ণ মুকুট টা চলে গেল পাকিস্তানের আরশাদ নাদিম এর কাছে। প্রথম স্থান অধিকারকারী আরশাদ নাদিম সোনা জয় করে নজির সৃষ্টি করেন।

             প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে যে ভারত-পাক লড়াই হবে, তেমনটা আশা করাই হয়েছিল। আর হলও সেটাই। টোকিও অলিম্পিকেতে ‘সোনা’ এবং প্যারিস অলিম্পিকেতে ‘রুপো’ র পদক জয় করে নজির সৃষ্টি করলেন নিরাজ। সোনার মুকুটটি উঠতে গিয়েও যেন উঠল না, যদিও এপর্যন্ত তার জীবনের সবথেকে ভালো থ্রো  এই ৮৯. ৪৫ মিটার যেটা তিনি করে দেখালেন প্যারিস অলিম্পিকে । টোকিও অলিম্পিকেতে সোনা জয়ী নিরাজের থ্রোয়িং  স্কোর ছিল ৮৭.৫৮ মিটার। পাকিস্তানের  নাদিম নিরাজের  থ্রোকে পার করে গিয়ে ৯২. ৯৭ মিটার থ্রোয়ে সোনা  জয় করেন । ছটির মধ্যে পাঁচটি থ্রোই ফাউল করেন নিরাজ।  দ্বিতীয় থ্রো  ৮৯.৪৫ মিটারই তাকে রূপ এনে দিলো। অন্যদিকে আর্শাদ নাদিম ফাইনালে দ্বিতীয় ও ষষ্ঠ প্রয়াসে ৯০ মিটারের বেশি থ্রো করেন। প্রসঙ্গত আর্শাদ ও নীরাজ পরস্পরকে শ্রদ্ধা করেন। ট্র্যাকের বাইরে খুব ভালো বন্ধু দুজনে ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরাজের এই জয়ে উছ্বাস প্রকাশ করেছেন। X হ্যান্ডেলে তিনি  লেখেন, ‘নীরজ চোপড়া এক শ্রেষ্ঠ ব্যক্তি! বারবার তিনি তাঁর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। ভারত উচ্ছ্বসিত যে তিনি আরও একটি অলিম্পিকে সফল হলেন। রুপো পাওয়ার জন্য তাঁকে অভিনন্দন। তিনি অগণিত আসন্ন ক্রীড়াবিদদের স্বপ্নকে অনুসরণ করতে সাহায্য করবেন। নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেবেন। আমাদের দেশকে গর্বিত করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *