আর জি কর এর বর্বরতম ঘটনার দৃষ্টান্তমূলক প্রতিবাদ বেশ কিছু দুর্গাপূজা ক্লাব কমিটির

তিস্তা মন্ডলের প্রতিবেদন

সম্প্রতি আর জি কর  পৈশাচিক ঘটনার পরিপ্রেক্ষিতে শহর থেকে গ্রাম – সমাজের প্রায় প্রত্যেকটি স্তরেই প্রতিবাদ আন্দোলনের সুনামি আছড়ে পড়ছে প্রতিনিয়ত। এবার  সেই ঢেউ আঁছড়ে পড়ল বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব  দুর্গাপূজার প্রস্তুতি পর্বেও। দুর্গা পূজার মত এত বড় একটি কর্মযজ্ঞে উৎসাহ প্রদানের জন্য বিগত বেশ কয়েক বছর ধরেই  রাজ্য সরকার ক্লাবগুলিকে আর্থিক অনুদান দিয়ে আসছে।সম্প্রতি পূর্বের  ৭০ হাজার টাকার পরিবর্তে , সেটিকে বাড়িয়ে ৮৫ হাজার টাকা অনুদানের সিদ্ধান্ত নেয়  রাজ্য সরকার। আর জি কর  এর  নারকীয় , অমানবিক ঘটনায়   প্রতিবাদের পথে হাঁটলেন এবার দুর্গা পূজার বেশ কিছু ক্লাব।সরকারি অনুদান গ্রহণ না করার মত ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে। 

 ইতিমধ্যেই উত্তর কলকাতার লেবুতলা পার্ক ,হুগলি উত্তরপাড়ার শক্তি সংঘ, দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক উৎসব কমিটি সহ বেশ কিছু ক্লাব পূজোর অনুদান নেবে না বলে স্পষ্ট জানিয়েছে  । প্রসঙ্গত: শহরের বুকে যেখানে  এক মেয়ের এহেন করুন , নির্মম পরিণতি , সেখানে  মায়ের পুজোয়  অনুদানের আতিশয্য ? এই নৈতিক প্রশ্নটিই  উঠে আসছে অধিকাংশের  মধ্যে থেকেই। সকলের একটাই দাবি সর্বপ্রথম এই নারকীয় ঘটনার প্রকৃত বিচার হোক।দোষী বা দোষীরা  চরম সাজা পাক।রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই সমস্ত ঘটনাটিকে নাটক বলে কটাক্ষ করেছে।   অপরদিকে,ক্লাব গুলির দুর্গাপূজা কেন্দ্রিক   এই সিদ্ধান্তের জন্য সাধুবাদ জানাচ্ছে বিরোধী দলগুলি  ।

সমগ্র তিলোত্তমা গর্জে উঠেছে আর .জি .কর ঘটনার প্রতিবাদে।এদিকে  আর কিছুদিন পরেই পুজোর  ঢাকে কাঠি পড়তে চলেছে  ।এই আবহে মেয়ের বিচার চেয়ে মায়ের পুজোতে এই অনুদান প্রত্যাখ্যানের পথে আর কারা  হাঁটতে চলেছে এবং এই দৃষ্টান্তমূলক প্রতিবাদ কতটা চরম আকার নেবে ,কোন দিকে গড়াবে তা সময় বলবে বৈকি !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *