অকাতরে মানবসেবার অঙ্গীকারে জাগ্রত বিবেক : ‘বিবেক’৮৩ শাখা সংগঠনের উজ্জ্বল উদ্বোধন

যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো: একদিকে আর জি করের মতো অমানবিক পৈশাচিক ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য যখন উত্তাল, সেই আবহেই আর্ত, পীড়িত, অসহায় মানুষদের নিরলস সেবার মানবিক আহবান নিয়ে এগিয়ে এল দক্ষিণ কলকাতার বিশিষ্ট সমাজসেবী সংস্থা বিবেক।কলকাতার উত্তম মঞ্চে সাড়ম্বরে উদ্বোধন হলো বিবেক এর ৮৩ নম্বর ওয়ার্ড শাখা সংগঠন।

এদিনের এই সাংস্কৃতিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেক এর কর্ণধার তথা অগ্রণী সমাজসেবী কার্তিক বন্দ্যোপাধ্যায় ,কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এর ৮৩ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর প্রবীর মুখার্জী ,৭২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ বক্সি প্রমুখ।কার্তিক বন্দোপাধ্যায় তার বক্তব্যে ‘বিবেক’ এর বিভিন্ন শাখা সংগঠনগুলির সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সারা বছর ব্যাপী নিঃস্বার্থ নিরলস সমাজসেবা ও মানবসেবার আহ্বান জানান এবং সংগঠনের সদস্যদের এই মানবিক লক্ষ্যে উদ্বুদ্ধও করেন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সুদেষ্ণা গাঙ্গুলী,দেবারতি দাশগুপ্ত সরকার, এবং ত্রিজয় দে।ছিল ম্যাক্রন ড্যান্স একাডেমী পরিচালিত মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানও।সব মিলিয়ে এদিনের সান্ধ্যকালীন অনুষ্ঠানটি মহতী ও মানবিকতার অঙ্গীকারে দীপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *