
যুগবীক্ষণ ডিজিটাল ডেস্ক : আসন্ন আগমনী উৎসবের আগেই এলো খুশির খবর। অবশেষে কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে প্রকাশিত হল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের তৃতীয় মেধা মেধা তালিকা। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। যার ফলে জটিলতা তৈরি হয়েছিল ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগে ।কিন্তু সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি। তার পরেই বুধবার মেধাতালিকা প্রকাশ করল এসএসসি। মোট ১৩ হাজার ৯৫৯ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।।
প্রসঙ্গত, এই নিয়োগের বিজ্ঞপ্তি ২০১৪ সালের ৩০ জানুয়ারি বেরিয়েছিল, এবং ২০১৫ সালের ১৬ আগস্ট এই চাকরি নিয়োগের পরীক্ষা হয়েছিল তারপর ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর প্রকাশিত হয় প্রথম মেধা তালিকা। এই সময়ের মধ্যে আরও একবার অর্থাৎ দুবার মেধা তালিকা প্রকাশ করে তা বাতিলও করা হয়েছিল দুর্নীতির অভিযোগে ।
আগেই স্কুল সার্ভিস কমিশন জানায়, ১৪০৫২ জন প্রার্থীর মধ্যে প্রায় ১০০ জনেরও বেশি এমন প্রার্থী রয়েছেন, যাঁদের নাম বাদ পড়ে ইন্টারভিউয়ের পর তথ্য গরমিলের কারণে । এছাড়া এমন অনেকের অ্যাকাডেমিক স্কোর নিয়েও সমস্যা ছিল। সার্টিফিকেটের সঙ্গে তাঁদের নম্বরও পাওয়া যায়নি। এদের মধ্যে এমন প্রার্থী ছিল, যারা নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর বিএড করেছেন। এমন কিছু সংখ্যক প্রার্থীও আছেন, যারা প্রশিক্ষণ ও বয়ঃসীমা অতিক্রান্ত হয়ে গেছে। তাঁদের বাদ দিয়েই তালিকা প্রকাশ করা হয়েছে।এপ্রসঙ্গে পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, “আমাদের আর্জি স্কুল সার্ভিস কমিশন যেন হাইকোর্টের বেঁধে দেওয়ার সময় সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে”।