‘আমরা জমিদার নই, মানুষের পাহারাদার’ : উপনির্বাচন ,২০২৪ বিজেপি শূন্য করে বললেন মমতা

যুগবীক্ষণ  ডিজিটাল ডেস্ক (tistamondal4tista@gmail.com ) :

কলকাতা : ২৩ নভেম্বর ,২০২৪ : আর জি কর আবহে গত কয়েক মাস ধরে রাজ্যের শাসক দল যথেষ্ট চাপে আছে ,বলা বাহুল্য । শুধু কলকাতা শহর নয় ,গোটা রাজ্য জুড়েই আর জি কর এর চিকিৎসক খুন-ধর্ষণের নারকীয় ঘটনার তীব্র প্রতিবাদ আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে।ঘটনার ১০০ দিনের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনও প্রকৃত দোষীরা ধরা পরে নি ।দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এর তদন্তে উঠে এসেছে আর জি কর হাসপাতালে ঘটে একের পর এক ভয়ঙ্কর দুর্নীতি ও জঘন্য অপরাধমূলক ঘটনা।এই আবহে মেদিনীপুর ,নৈহাটী ,উত্তর ২৪ পরগনার হাড়োয়া , কোচবিহারের সিতাই ,তালড্যাংরা এবং আলিপুরদুয়ারের মাদারিহাট – রাজ্যের ৬টি বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৩ নভেম্বর। এর আগে এই আসনগুলির মধ্যে  ৫টিতে  তৃণমূলই জয়ী হয়েছিল। একমাত্র মাদারিহাট  আসন ছিল বিজেপির ঝুলিতে।

 আজ উপনির্বাচন,২৪  ফলাফল ঘোষণা হতেই  দেখা গেল তৃণমূল ৬-০।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট গণনার আপডেট এর প্রবণতা দেখেই পরিষ্কার হয়ে  যায় যে কি ফল হতে চলেছে।বিধানসভার এই উপনির্বাচন ছিল একদিক থেকে  তৃণমূল কংগ্রেসের চ্যালেঞ্জ,অগ্নিপরীক্ষা বৈকি ।দেখা গেল বিরোধীদের কার্যত উড়িয়ে দিয়ে এই প্রেস্টিজ ফাইটে একচ্ছত্র আধিপত্য বজায় রাখল রাজ্যের শাসক দল।সেই সঙ্গে রাজ্যের বিরোধী দলের সকল দাবী মিথ্যে প্রমান করে দিল এই ফল।মাদারিহাটে প্রথমবার ফুটল ঘাসফুল, মাদারিহাটে উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূলের প্রার্থী ৷ পর পর দু’বারের জেতা আসনে হারল বিজেপি ৷

এক নজরে বিধানসভা উপনির্বাচন,২৪ এর  পূর্ণাঙ্গ ফলাফল :

মাদারিহাট

 ২৮,১৬৮ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী  জয়প্রকাশ টেপ্পো। তাদের  ভোট পাওয়ার হার ৫৪.০৫ শতাংশ।

 সিতাই

১,৩০,৬৩৬ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের সঙ্গীতা  রায়। এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট শতাংশ হল ৭৬.০৮ ।

মেদিনীপুর

৩৩,৯৩৬ ভোটে জয়ী  সুজয় রায়। তাদের প্রাপ্ত ভোটের শতাংশ ৫৩.৪৪ শতাংশ।

হাড়োয়া

এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম  জয় পেয়েছেন  ১,৩১,৩৮৮ ভোটে।সব মিলিয়ে এখানে তৃণমূল এর ভোট  প্রাপ্তি ৭৬.৬৩ শতাংশ ।

তালড্যাংরা

 তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু জয়ে পেয়েছে ৩৪,০৮২ ভোটে। এই কেন্দ্রে শতাংশের হিসাবে তৃণমূল পেয়েছে ৫২.০৭ শতাংশ।

নৈহাটি

৪৯,২৭৭টি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সনৎ দে।  এই আসনে তৃণমূলের প্রাপ্ত ভোট হল ৬২.৯৭ শতাংশ।

উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন –   ‘‌” মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে। জয় বাংলা।’”

অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘এই ফলাফল কোনও বিপর্যয় নয়। বাংলাতে উপনির্বাচন হয় না। কিছুদিন আগে ধুপগুড়িতে আমাদের জেতা আসনে হারিয়ে দেওয়া হয়েছিল। লোকসভা ভোটে জয়ন্ত রায় কুড়ি হাজার ভোটে জিতেছেন সেখানে। এটা নিয়ে আমরা চিন্তিত নই।’

উপনির্বাচনের ফলাফল নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ” বাংলার এই ফলাফল ব্যতিক্রম  নয়, উপনির্বাচনে এমনই ফলাফল হয়। তবে ২৬-এ বিজেপি সরকার গঠন করবে। কালিয়াগঞ্জের উপনির্বাচন হেরেও জিতেছি, ২৪-এ লোকসভায় জিতেছি। ২৬-এও জিতব। মানুষকে বোকা বানাতে, বোকা বোকা কথা বলছেন মুখ্যমন্ত্রী।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *