
যুগাবীক্ষণ ডিজিটাল ডেস্ক (whatsap : 7365021506)
কলকাতা , ২৪ নভেম্বর : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবার সিনেমার পর্দায় ! গত শুক্রবার, ২৩ শে নভেম্বর মুক্তি পেল মমতা বন্দোপাধ্যায়ের বিশ্ববন্দিত স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী নিয়ে বাংলা ছবি ‘সুকন্যা’ ।প্রতিকূল পরিস্থিতি থেকে উত্থানের জয়েগাঁথার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে তাদের জন্য লড়াই করে অসাধারণ হয়ে ওঠার যে গল্প তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র একজন রাজনীতিক নন বরং বাংলার রাজনীতির ইতিহাসের স্বর্ণাক্ষরে উঠে আসা এক অধ্যায়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত সেই মানুষটিকে ঘিরেই এই বাংলা ছবিটি তৈরি করা হয়েছে।
উজ্জ্বল মিত্র পরিচালিত এই ছবিতে নারী ক্ষমতায়ন এবং অধিকারের বিষয়টি তুলে ধরার কথা বলেছেন তিনি। মূলত এই ছবিতে তুলে ধরা হয়েছে একজন বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার যে দীর্ঘ সংগ্রামী যাত্রা পথ সেই বিষয়টি। একইসঙ্গে একটি মেয়েকে নিয়ে মায়ের একা কঠোর সংগ্রাম এবং পরবর্তীতে সেই সন্তান কিভাবে সরকারি প্রকল্পের মাধ্যমে জীবনে একজন সুপ্রতিষ্ঠিত আইপিএস অফিসার হয়ে উঠেছে , সেই লড়াইয়ের কাহিনীও রয়েছে ছবিটিতে । কন্যাশ্রী প্রকল্পের বিষয়টিও স্বচ্ছ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে।
পরিচালক উজ্জ্বল মিত্রের বক্তব্য অনুযায়ী , নারী ক্ষমতায়ন ,অধিকার এবং প্রতিষ্ঠার বিষয়টি তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি বড়পর্দায় ফুটিয়ে তুলেছেন বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, দেবশংকর নাগের মত জনপ্রিয় সিনে জগতের অভিনেতারা। ছবিটির বিশেষ আকর্ষণ হিসেবে রাজ্য পুলিশের ডিজির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনকে এবং একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কে।
গত ৩০ শে আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল ‘সুকন্যা’র। প্রসঙ্গত উল্লেখযোগ্য আগের বছর পুজোর সময় তথা ২০২৩ এ শেষ হয়ে গিয়েছিল এই ছবির শুটিং। কিন্তু মূলত সম্প্রতি আর জি কর এর নারকীয় ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা বাংলা তথা দেশ ।সেই পরিপ্রেক্ষিতে পিছিয়ে ছিল ছবির মুক্তি। । অবশেষে মুক্তির মুখ দেখল ‘সুকন্যা’। রাজ্যের মোট ৩৫ টি সিনেমা হলে দেখানো হবে ছবিটি ।