তিস্তা মন্ডলের প্রতিবেদন :
কলকাতা,২৬ নভেম্বর :আজ আনুমানিক বেলা ৩ টে নগদ বাঘাযতীন স্টেশন রোড সংলগ্ন ১০২ নং ওয়ার্ড এর অন্তর্গত ”ডি ‘ ব্লকের একটি আবাসনের তৃতীয় তলে ভয়ানক অগ্নিকাণ্ড ঘটে। আবাসনের বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী শর্ট সার্কিট এর ফলেই আগুন লাগে এবং মুহূর্তে সেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে।
খবর পেয়ে কিছুক্ষনের মধ্যেই দমকলের ৪টি ইঞ্জিন সেখানে পৌঁছায় এবং প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।জনবহুল এবং ঘন জনবসতিপূর্ণ এই অঞ্চলে অগ্নিকাণ্ড যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল ।আগুন আবিলম্বে ছড়িয়ে পড়তে পারত আশেপাশের আবাসনেও। কিন্তু ফায়ার ব্রিগ্রেডের তৎপরতায় এক্ষেত্রে এই বিপত্তি হয় নি ।আগুন লাগার সঙ্গে সঙ্গে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।অবিলম্বে স্থানীয় মানুষজন দুর্ঘটনা স্থলে হাজির হন এবং আগুন নেভানোর কাজে তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন ।
দুর্ঘটনার খবর পেয়ে অবিলম্বে সেখানে উপস্থিত হন স্থানীয় পৌরমাতা সীমা ঘোষ , স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা গৌতম ঘোষ ।শেষ খবর অনুযায়ী কোনো হতাহতের ঘটনা ঘটে নি ।