যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ডেস্ক (whatsap- 7604097600 / 7365021506)
কলকাতা : ৩ ডিসেম্বর : ২০২৪ এর শেষ লগ্নে মুক্তি পেতে চলেছে দীর্ঘ প্রত্যাশিত আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা অভিনীত ছবি পুষ্পা ২। সুকুমার পরিচালিত, ছবিটি ৫ ডিসেম্বর বড় পর্দায় আসবে। আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্না ছাড়াও, ফাহাদ ফাসিলকে ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।তবে বলা বাহুল্য প্রথম দর্শনেই এক ঝলকে নজর কেড়েছেন অন্য এক অভিনেতা। অল্লু এবং ফাহাদ ফাসিল ছাড়াও এই ছবিতে যে তৃতীয় এক অভিনেতা মুখ্য চরিত্রে রয়েছেন, সে ধারণা ছিল না কারও। তবে ছবির ট্রেলারে এক ঝলকের জন্য ধরা দিয়েছেন তিনি। তাতেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সদ্য ‘পুষ্পা’-র যে ট্রেলার মুক্তি পেয়েছে, সেখানে এক ঝলক দেখা গিয়েছে এক ভয়ঙ্কর বিকট দর্শন ব্যক্তিকে ।সেখানে দেখা যাচ্ছে, তাঁর মাথার অর্ধেকটায় চুল রয়েছে আর অর্ধেকটা কামানো,বড় লাল গোল টিপ্ , ভ্রু এবং চোখ সাদা রঙে রাঙানো ,কানের দুল, সেপ্টাম ছিদ্র করা এবং গলায় রয়েছে চটি দিয়ে তৈরি মালা। একই সাথে ভয়ঙ্কর ও হাস্যকর এই লুকের ট্রেলারটি প্রকাশ্যে আসা মাত্রই সারা ফেলতে শুরু করে দর্শক মহলে।
কিন্তু প্রশ্ন হল চোখে মুখে ভয়ঙ্কর মেক আপ যুক্ত সম্পূর্ণ ভিন্ন লুকে সিনেমার পর্দায় হাজির হওয়া এই অভিনেতা আসলে কে?

প্রতিভাবান এই অভিনেতার নাম তারক পোন্নাপ্পা ।তিনি বর্তমানে কন্নড় চলচ্চিত্রের তারকা বটে। তাকে প্রশান্ত নীলের কেজিএফ : অধ্যায় ১ এবং ২ সহ অসংখ্য সুপারহিট কন্নড় চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি প্রাপ্ত তেলেগু ভাষার ছবি ‘দেভরা: পার্ট ১’ – এ এই অভিনেতাকে সইফ আলী খানের ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে।পুষ্পা ২ তে ‘পুষ্পা’-র ভাই- মোল্লেতি ধর্ম রাজ্ এর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কন্নড় এই অভিনেতাকে।
আর মাত্র কিছু সময়ের অপেক্ষা ! বক্স অফিসে এই সিনেমা যে ঝড় তুলতে চলেছে তার আন্দাজ এখন থেকেই পাওয়া যাচ্ছে বৈকি।বাকিটা সময় বলবে ।