জামিন পেলেন দক্ষিণী চলচ্চিত্র তারকা আল্লু ‘পুষ্পা’ অর্জুন : অনুরাগীদের মধ্যে খুশির আমেজ

যুগবীক্ষণ ডিজিটাল ডেস্ক (tistamondal04tista@gmail.com)

কলকাতা ,১৪ ডিসেম্বর : সম্প্রতি মুক্তি পেয়েছে দীর্ঘ প্রতীক্ষিত ছবি “পুষ্পা- ২ : দ্য রুল”। ছবি মুক্তির সাথে সাথেই সাড়া পড়ে গিয়েছে দর্শকমহলে। এরই মাঝে গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে “পুষ্পা – ২” এর প্রিমিয়ার শো কে কেন্দ্র করে উপস্থিত ছিলেন পুষ্পা রাজ তথা আল্লু অর্জুন , তারকাকে উদ্দেশ্য করে বিপুল জনসমাগম ঘটে। ছবির পর্দায় থাকা সুপারস্টারকে দেখার আগ্রহে দর্শক মহলে হুড়োহুড়ি কাণ্ড ঘটতে শুরু হয় , আর ঠিক এই হুড়োহুড়ির মধ্যেই ঘটে যায় এক প্রাণঘাতী , মর্মান্তিক ঘটনা। দর্শকমহলে উপস্থিত এক মহিলা ভিড়ের মধ্যে পদপিষ্ট পরিস্থিতিতে দমবন্ধ হয়ে মারা যান। রেবতী নামক ৩৯ বছর বয়সি এই মহিলা তার ৯ বছরের এক শিশুকে নিয়ে এসেছিলেন প্রিমিয়ার শো এর অনুষ্ঠানে। একই সঙ্গে ভিড়ের মধ্যে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে তার সেই ৯ বছর বয়সি শিশুটিও , আহত শিশুটিকে ভর্তি করা হয় দুর্গা বাইদেশমুখ হাসপাতালে পরে কেআই এম এস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঘটনাটি কে কেন্দ্র করে সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করেন। এই মামলা কে কেন্দ্র করে শুক্রবার গ্রেপ্তার করা হয় আল্লু আর্জুন সহ তাঁর দেহরক্ষীদের। তারকা কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। অপরদিকে সুপারস্টারের গ্রেফতার হওয়ার খবরটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরে থেকেই অনুরাগীরা সুপারস্টারের গ্রেফতার কে কেন্দ্র করে বিভিন্ন মন্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে থাকেন। কেউ কেউ প্রশ্ন তুলে বলেন “এই ঘটনা সত্যি আশ্চর্যের। মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর পিছনে আল্লু অর্জুনের কিভাবে, যোগ রয়েছে”? অন্যদিকে কেউ বলছেন “পুষ্পা -২” এর এত সাফল্য সহ্য হচ্ছে না। সেই জন্য রাজনৈতিক কারণেই অভিনেতাকে গ্রেফতার করানো হয়েছে”।
অপরদিকে বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ানও প্রিমিয়ার শো – তে গিয়ে মহিলার হঠাৎ মৃত্যুর পিছনে তারকা কিভাবে দায়ী হতে পারে সেই বিষয়টি সম্পর্কে মন্তব্য প্রকাশ করেন , তিনি বলেন “সবকিছুতেই শুধু অভিনেতার দোষ হতে পারে না। আমাদের চারপাশের মানুষদের আমরা সাবধান করতে পারি কিন্তু কখনোই আপনি একটা মানুষের উপর সব দোষ চাপাতে পারেন না। যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক আমার সমবেদনা অবশ্যই থাকবে”। এছাড়াও “পুষ্পা-২” তে পুষ্পার বিপরীতে অভিনীত “শ্রীভল্লী” তথা রশ্মিকা মানদানাও এই ঘটনাটিকে কেন্দ্র করে প্রশ্ন তোলেন যে, এই ঘটনার পিছনে তারকা কিভাবে দায়ী হতে পারেন সেই বিষয় নিয়ে। অপরদিকে একাধিক দক্ষিণী তারকা চিরঞ্জীবী, রানা দগ্গুবাটি সহ বলিউডের বরুণ ধাওয়ানের পাশাপাশি বিবেক ওবেরয় , নানা পাটেকরের মতন তারকারা এবং আল্লু অর্জুন এর অনুরাগীরাও তীব্র প্রতিবাদ জানান এই ঘটনাটিকে কেন্দ্র করে।

অনুরাগীর মৃত্যু সংবাদটি তারকার কানে পৌঁছলে মৃতার পরিবারকে ২৫ লক্ষ টাকা অর্থ সাহায্য করার কথা জানান আল্লু , এবং এর পাশাপাশি মৃতার ৯ বছরের আহত শিশুর সমস্ত চিকিৎসার দায়ভার নেওয়ার কথাটিও জানান দক্ষিণী তারকা। আল্লুর এই গ্রেপ্তারের বিষয়টি মৃতার স্বামী ভাস্কর জানতে পারলে অভিনেতার উপর দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি জানান “মামলা তুলে নিতে প্রস্তুত আমি। কারণ সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর পিছনে ওর তো কোন হাত নেই। আল্লু অর্জুনের গ্রেফতার হওয়ার বিষয়টি আমার জানা ছিল না”।

গ্রেপ্তারের পর নিম্ন আদালত থেকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পরেই তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। উচ্চ আদালত জরুরী ভিত্তিতে মামলার শুনানি করে , এই মামলায় আল্লুর যোগসাজশের অভিযোগ বাতিল করে ৫০ হাজার টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করা হয়। সুপারস্টারকে গ্রেফতারের পর এদিন জেলের বাইরে ভিড় জমান অসংখ্য অনুরাগীরা। অতি জনপ্রিয় ‘পুষ্পা’র সেই ডায়লগ “পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সামজে কিয়া, ফ্লাওয়ার নেহি , ফায়ার হে মে”। প্রিন্টেড সোয়েটারে উপস্থিত পুলিশের মধ্যে থেকে গ্রেফতারীর আগে নিজের অনুরাগীদেরকে লক্ষ্য করে হাত নাড়ান পুষ্পা রাজ। না ঝোঁকার সেই বার্তাটি এইভাবে কি ব্যক্ত করেছিলেন পুষ্পা ভাও ? অবশেষে শনিবার সকালে জেল থেকে মুক্তি পেলেন আল্লু অর্জুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *