যুগবীক্ষণ ডিজিটাল ডেস্ক (Dial-7604097600 / Whatsap-7365021506 )

কলকাতা, ২১ জানুয়ারী : সাত সকালে শহর কলকাতার বুকে আবারও বড়সড় পথ দুর্ঘটনা ! মঙ্গলবার সকাল ৭ টা নাগাদ যাদবপুর 8B বাসস্ট্যান্ডের কাছে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। যা শুনে রীতিমতো বিস্মিত হচ্ছেন সবাই। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টা নাগাদ বাঘাযতীনের বাসিন্দা প্রসেনজিৎ মন্ডল তার স্ত্রী দেবশ্রী এবং আড়াই বছরের মেয়ে অঙ্কিতা কে নিয়ে ঢাকুরিয়া বিনোদিনী বালিকা বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এরপর যাদবপুর 8B বাসস্ট্যান্ডের কাছে আসতেই তাঁরা সম্মুখীন হন ঘোরতর দুর্ঘটনার। সেখানে উপস্থিত সাধারণ মানুষেরা জানান , সেই সময় 8B বাসস্ট্যান্ড থেকে সবে S-31 বেহালা চৌরাস্তা গামী বাসটি ছাড়ে, শুরু থেকেই লাগাতার গতিতে ছুটতে থাকে বাসটি বেপরোয়া গতির জেরে স্কুটি চালক প্রসেনজিৎ মন্ডল এর স্কুটিতে জোরে ধাক্কা মারে বাসটি। রীতিমতো বাসের ধাক্কায় স্কুটিটি বাসের নিচে ঢুকে যায় ।
এই ধাক্কার জেরে মহিলা আরোহীর মুখের বাঁ পাশ থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবশ্রীর। অপরদিকে গুরুতর আঘাত পেয়ে স্বামীর অবস্থাও খারাপ হতে শুরু করে ততক্ষণ, রক্তাক্ত অবস্থায় রাস্তায় কাতরাতে থাকেন তিনি। তাঁকে নিয়ে গিয়ে কাছাকাছি বাঘাযতীন হাসপাতালে ভর্তি করা হয়। তবে অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে ফেরে আড়াই বছরের শিশুটি। এরপর যাদবপুর থানার পুলিশ দুর্ঘটনা স্থল থেকে শিশুটিকে উদ্ধার করে যাদবপুর থানায় নিয়ে গিয়ে রাখে এবং খবর দেওয়া হয় পরিবারকে।
এই ভয়াবহ দুর্ঘটনার জেরে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে, পরবর্তীতে ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সমস্ত ঘটনাটির তদন্তে নামেন যাদবপুর থানার পুলিশ।এই ভয়াবহ দুর্ঘটনা কে কেন্দ্র করে স্থানীয় মানুষজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এই দুর্ঘটনায় প্রতক্ষ্যদর্শীরা দায়ী করছেন বেপরোয়া গতিতে ছুটে চলা সরকারি বাসটিকেই। প্রসঙ্গত , বেসরকারি বাস ,অটো ইত্যাদির গতি নিয়ন্ত্রণ নিয়ে প্রশাসনকে মাঝে মধ্যে সরব হতে দেখা গেলেও সরকারি বাসের বেপরোয়া গতিকে নিয়ন্ত্রণ সম্পর্কে এখনো তারা নীরবই। অথচ সাম্প্রতিককালে ঘটে যাওয়া কয়েকটি দুর্ঘটনা সরকারি বাসের বেপরোয়া গতির কারণেই ঘটেছে বলা বাহুল্য। এই বিষয় নিয়ে রীতিমতো পরিবহন দপ্তরের প্রতি প্রশ্ন তুলছেন সাধারণ জনগণ।