২০২৬ বিধানসভা ভোটের আগে পেশ হল মমতার জনমুখী বাজেট : ডি এ বৃদ্ধি থেকে গ্রামোন্নয়ন – সর্বত্রই বিপুল বরাদ্দ ,ঘোষণা নয়া প্রকল্পও

কলকাতা , ১২ ফেব্রুয়ারী :২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে শেষ পূর্ণাঙ্গ বাজেট ! তাই এই বাজেটকে কেন্দ্র ভোট রাজনীতির প্রসঙ্গ তো স্বাভাবিকভাবেই থাকবে। তার ওপর আবার সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ১২ লাখি আয়করমুক্ত চমক দেওয়া বাজেট পেশে ! স্বাভাবিকভাবেই রাজ্যবাসীর আসার পারদ চড়ছিল জননেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার কী চমক দিতে চলেছে তাদের বাজেটে।আসবে কি কোনও নতুন প্রকল্প?জনমুখী প্রকল্পগুলিতে বাড়বে কি অর্থ বরাদ্দ ? কোন খাতে বাড়তে বা কমতে পারে অর্থ বরাদ্দ ? এমনই অনেক কৌতূহল ছিল বৈকি আমজনতার মধ্যে। রাজ্য সরকার হয়ে উঠবে কি কল্পতরু ? এমনই অনেক কৌতূহল ছিল বৈকি আমজনতার মধ্যে।

আজ বিধানসভায় ২০২৫–২৬ অর্থবছরের জন্য রাজ্য বাজেট পেশ করলেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী বছর বিধানসভা ভোটের আগে এটাই ছিল রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে বরাবর গুরুত্ব দিয়েছে রাজ্য।এ বছরেও তার কোনো ব্যতিক্রম হয় নি। তার সঙ্গে রয়েছে চমক দেওয়া নতুন প্রকল্পও। এক ঝলকে দেখে নেওয়া যাক এই বাজেটের উল্লেখযোগ্য বিষয়গুলি :

●গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েতের জন্য ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

 ●পথশ্রী প্রকল্পের ক্ষেত্রে ৩৭ হাজার কিমি গ্রামীণ সড়কের জন্য ১,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

● বিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ ।

●স্বাস্থ্যে ২১ হাজার ৩৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

 ●ঘাটাল মাস্টার প্ল্যান এর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ ।

 ●৭০ হাজার আশাকর্মীদের কে স্মার্টফোন ।

 ●নতুন প্রকল্প  ‘নদী বন্ধন’ ,মূলত নদীর ভাঙ্গন এবং বন্যা প্রতিরোধের জন্যই এই নব উদ্যোগ রাজ্য সরকারের। এই প্রকল্পটির জন্যেও ২০০ কোটি অর্থ বরাদ্দ ।

● গঙ্গাসাগরে সেতু নির্মাণের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ ।

 ● ৩৫০ টি নতুন সুফল বাংলার স্টল ।

● ধান কেনার জন্য ২০০  কোটি  টাকায় নতুন কেন্দ্র নির্মাণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *