আন্তর্জাতিক কবিতা দিবসে গড়িয়া গ্রন্থমেলার  উদ্বোধন : সাড়ম্বরে  উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস

বই হল চিরকালের  সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু।কিন্তু বর্তমান হাইটেক যুগে দাঁড়িয়ে ক্রমশ কমছে বইপ্রেমী মানুষদের সংখ্যা। বলতে গেলে প্রায়ই সকলেই এখন হাতে থাকা চৌকো স্মার্টফোনের মধ্যেই খুঁজে পেতে চাইছে বইয়ের ঘ্রাণ।           

          তাই মানুষকে বইমুখী করে তুলতে সারা বছরব্যাপী আমাদের দেশ তথা রাজ্য জুড়ে শহরতলী থেকে শুরু করে গ্রামাঞ্চলের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয়ে থাকে বইমেলা। সারা বছরব্যাপীই বইমেলা অনুষ্ঠিত হতে পারে কিন্তু সাধারণত  ডিসেম্বর , জানুয়ারি মাসেই আমরা এই বইমেলার আয়োজন দেখে থাকি। সেদিক দিয়ে দেখতে গেলে বাসন্তিক বইমেলা বা বসন্তকালে বইমেলা বারো একটা দেখা যায় না বৈকি ! এমনই  ব্যতিক্রমী একটি  বইমেলা শুরু হল কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ১১১ নম্বর ওয়ার্ডের গড়িয়া মিতালী সংঘ মাঠ প্রাঙ্গনে।

গড়িয়া গ্রন্থমেলা,২৫ – ঘন্টা বাজিয়ে উদ্বোধন করছেন মন্ত্রী অরূপ বিশ্বাস , সঙ্গে রয়েছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও শ্রীজাত বন্দোপাধ্যায়

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের বিশিষ্ট মন্ত্রী তথা টালিগঞ্জ বিধানসভার বিধায়ক অরূপ বিশ্বাসের ঐকান্তিক প্রচেষ্টায় ও স্থানীয় পৌর পিতা সন্দীপ দাস এর পরিচালনায় ২১ শে মার্চ থেকে আগামী ৩০ শে মার্চ পর্যন্ত ১০  দিনব্যাপী ,প্রায় ৯৬ টি স্টল সমারোহে আয়োজন করা হয়েছে এই  গ্রন্থমেলা,২০২৫ এর ।

      এই মেলা এবছর দ্বিতীয় তম বর্ষে পদার্পণ করল। গতকাল আন্তর্জাতিক কবিতা দিবসে এই গ্রন্থমেলার শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের বিশিষ্ট মন্ত্রী অরূপ বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন ১০০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রসেনজিৎ দাস, ৯৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা, তপন দাশগুপ্ত, বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ।এছাড়াও এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক  শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সুতপা বসু, থিয়েটার এবং অভিনেতা কর্মী সঞ্জীব সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।এই উদ্বোধনী  অনুষ্ঠানে স্থানীয় মানুষ সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।  এই বইমেলায় বিভিন্ন দেশ বিদেশের বইয়ের পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে  থাকছে রকমারি স্বাদের বেশ কিছু খাবারের স্টল। ১০ দিনব্যাপী এই বইমেলায় গুণী ব্যক্তিদের নিয়ে প্রতিদিনই রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *