যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ডেস্ক ( Dial-7604097600 / Whatsapp- 7365021506 )
কলকাতা ,২২মার্চ :
কলকাতার ইডেন গার্ডেনে আইপিএল,২৫ জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান ! শাহরুখ খানের সঙ্গে কোহলির কোমর দোলানো।শ্রেয়া ঘোষাল, করণ আউজলার মনমাতানো গান এবং দিশা পটানির জমাটি নাচ।এর পরেই শুরু উদ্বোধনী ম্যাচ -কেকেআর বনাম আরসিবি। ১৮ তম আইপিএলের এই উদ্বোধনী ম্যাচ নিয়ে জল্পনা চলছিল কয়েকদিন ধরেই ! ঝড় -বৃষ্টিতে ম্যাচ পন্ড হয়ে যাবে কি না তা নিয়ে।
তবে শনিবারের ইডেনে কালবৈশাখী না এলেও ভয়ঙ্কর একটা ঝড় এল বটে।বিরাট -সল্ট ঝড়। সেই ঝড়ে প্রথম ম্যাচেই ঘরের মাঠে উড়ে গেল অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্স । বিরাট কোহলি এবং ফিল সল্ট মিলে যে ইনিংসটা খেললেন প্রায় ৪৫ মিনিট ধরে, সেটাই দীর্ঘ দিন পরে কলকাতার বিরুদ্ধে জেতাল বেঙ্গালুরুকে। ৭ উইকেটে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই কেকেআরের সংকটের মুখে পড়ে।মাত্র ৪ রান করে আউট হন কুইন্টন ডিকক। এরপর অধিনায়ক অজিঙ্ক রাহানে ও সুনীল নারিন মিলে ইনিংস সামাল দেন। রাহানে ধুন্ধুমার ব্যাটিং শুরু করে মাত্র ২৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। সুনীল নারিন ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪৪ রান করেন।৬টি চার ও ৪টি ছক্কা সহ ৩১ বলে ৫৬ রানের আগ্রাসী ইনিংস খেলেন রাহানে।কিন্তু নারিন ও রাহানে পরপর আউট হয়ে গেলে কেকেআর এর মিডল অর্ডারও পুরোপুরি ব্যর্থ হয়। ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল কেউই কিছু করতে পারেননি। কেকেআরের ইনিংস ১০৭ রানে এক উইকেট থেকে ১৫০ রানে ৬ উইকেট হয়ে যায়। কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন আংক্রিশ রঘুবংশী, তিনি ৩০ রান করেন। শেষ পর্যন্ত কেকেআর ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে যা টিটোয়েন্টি ম্যাচে ইডেনের মতো মাঠে জেতার জন্য আদৌ যথেষ্ট নয় ।
আরসিবির হয়ে জেতার জন্য ১৭৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন ফিল সল্ট ও বিরাট কোহলি। ৬ ওভারে ৮০ রানের বেশি তুলে ফেলে আরসিবি। সল্ট ৩১ বলে ৫৬ রান করে আউট হন।গতবারের আইপিএলে নাইটদের ট্রফি জয়ের নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন ফিল সল্ট।প্রতি ম্যাচের শুরুতে তাঁর ও সুনীল নারাইনের শুরুর ব্যাটিং ঝড় তছনছ করে দিত বিপক্ষের সব পরিকল্পনা। সল্ট শনিবারও ঝড় তুললেন।তবে আরসিবি জার্সিতে। গত মরশুমের ওই পারফরম্যান্সের পরেও তাঁকে ছেড়ে দিয়ে যে কত বড় ভুল করেছে কেকেআর তা প্রথম ম্যাচেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি। কোহলি তাঁর ৪০০ তম টি-২০ ম্যাচে হাফসেঞ্চুরি করেন ৩০ বলে। অধিনায়ক রজত পাতিদারও ঝোড়ো ইনিংস খেলেন । তিনি ১৬ বলে ৩৪ রান করে দলের জয় নিশ্চিত করেন। কোহলি ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা সহযোগে ৩৬ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। ৫ বলে ১৫ করে অপরাজিত থাকেন লিয়াম লিভিংস্টোন।

শেষ পর্যন্ত ২২ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় আরসিবি। এদিনের ম্যাচে ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার জন্য ম্যান অফ দ্যা ম্যাচ হয় আরসিবি- এর ক্রুনাল পান্ডিয়া।তিনি অজিঙ্কা রাহানে, বেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিং এর উইকেট নেন। ম্যাচে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর সুবাদে সুপার সিক্সেস অফ দ্য ম্যাচ এর খেতাব জেতেন কেকেআর ক্যাপ্টেন রাহানে।১৬ বলে ৩৪ রানের সুবাদে সুপার স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ হন রজত পতিদার।
প্রসঙ্গত উল্লেখ্য, বিরাট কোহলি এই ম্যাচে খেলার সুবাদে তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ৪০০ টি-২০ ম্যাচ খেলার নজির গড়ে ফেললেন । তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন রোহিত শর্মা ও দীনেশ কার্তিক।