যুগবীক্ষণ অনলাইন সংবাদদাতা
কলকাতা, ৩১ মার্চ :

পরিসংখ্যান বলছে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে পড়লেই কেঁপে যায় কলকাতা নাইট রাইডার্স।১৮ তম আইপিএল,২৫ এও এর ব্যতিক্রম হলো না।কেকেআরের মালিক শাহরুখ খান।তাঁর বাসস্থান ও কর্ম জীবন মুম্বইয়ে। যে কারণে মুম্বই বনাম কলকাতা ম্যাচ শাহরুখের কাছে অবশ্যই সম্মানের লড়াই।সেই লড়াইয়ে কিং খান আবারও হারলেন বৈকি !এদিন ১১৬ রানে শেষ কলকাতার ইনিংস। মুম্বই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ৪৩ বল বাকি থাকতেই।
দিনটা ছিল মুম্বাইয়ের বাঁহাতি পেসার অশ্বনী কুমারের। আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথম বলেই তুলে নেন রাহানের উইকেট, যেটি একটি রেকর্ড ।অশ্বনী তাঁর স্পেল শেষ করেন ৩ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে।যদিও শুরুটা করেছিলেন নিউজ়িল্যান্ডের প্রাক্তন বাঁহাতি পেসারট্রেন্ট বোল্ট।তিনি প্রথম ওভারেই শূন্য রানে বোল্ড করেন সুনীল নারাইনকে । পরের ওভারে দীপক চহর তুলে নেন মাত্র ১ রানে দাঁড়িয়ে থাকা কুইন্টন ডি’কককে । তৃতীয় ওভারে মাত্র ১১ রানে আউট হন অধিনায়ক রাহানে । প্রতি ওভারে একটি করে উইকেট হারায় কলকাতা। চহরের বলে অদ্ভুত ভাবে ব্যাট চালিয়ে মাত্র ৩ রানে আউট হন ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার বেঙ্কটেশ আয়ার । পাওয়ার প্লে-র মধ্যে চার উইকেট হারিয়ে কেকেআর তখন চরম সঙ্কটে। ত্রাতা হতে পারেননি অঙ্গকৃশ রঘুবংশী (২৬), রমনদীপ সিংহ (২২),রিঙ্কু সিংহরাও (১৭),।মুম্বই এর ছ’জন বোলারের প্রত্যেকেই উইকেট পেয়েছেন। অশ্বনী একাই নেন চারটি। দু’টি উইকেট নেন চহর। একটি করে উইকেট নেন বোল্ট, হার্দিক পান্ডিয়া , বিগ্নেশ পুতুর এবং মিচেল স্যান্টনার।

ওয়াংখেড়ের মাঠে ব্যাটিং সহায়ক পিচে ১১৭ রান তাড়া করা মুম্বাইয়ের মতো শক্তিশালী দলের কাছে খুব কঠিন নয়।আর বাস্তবে হলও তাই।মুম্বাই ৮ উইকেটে হাসতে হাসতে ম্যাচ জিতে বেরিয়ে গেল।রোহিত শর্মা যদিও মাত্র ১৩ রানে আউট হয়ে যান।রায়ান রিকেলটন একটি অনবদ্য ইনিংস খেলে ৬২ রানে অপরাজিত থাকেন। উইল জ্যাকস করেন ১৬ রান। সূর্যকুমার যাদব ২৭ রানে অপরাজিত থাকেন।চার উইকেট নিয়ে এদিন ম্যাচের সেরা হন মুম্বাইয়ের অশ্বনী কুমার।
সোমবারের ম্যাচে কলকাতার পরিকল্পনার অভাব ছিল স্পষ্ট। রাহানে পিচের চরিত্র বুঝতে না পারায় দলে দু’জন পেসার রেখেই নেমেছিলেন। মুম্বইয়ের পিচে কেকেআরের প্রধান শক্তি স্পিন সে ভাবে দাপট দেখাতে পারল না। নিজেদের শক্তি অনুযায়ী পিচ বানিয়ে সফল মুম্বই।এ বারের আইপিএলে প্রথম তিন ম্যাচে দু’টি হার কেকেআরের। পরের ম্যাচ বৃহস্পতিবার।সেদিন ঘরের মাঠে খেলবে কলকাতা।