ঘরের মাঠে দুর্দান্ত জয়ে ফিরল কেকেআর : গত বারের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে অফ এর আশায় নাইটরা

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ইডেনে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজ়ার্স হায়দরাবাদ।এর আগে দুটি দলই  নিজেদের শেষ ম্যাচে হেরেছে। তাই দুই দলই জেতার জন্য মরিয়া ছিল। টসে হেরে ব্যাট করতে নেমে ধুঁকতে থাকে কেকেআর ইনিংস।ব্যাট করতে নেমে কলকাতা সাময়িক চাপে পড়েযায়।  দ্বিতীয় ওভারে মাত্র ১ রান করে আউট হয়ে যান কুইন্টন ডি’কক। পরের ওভারে আউট সুনীল নারিন। ম্যাচের হাল ধরেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। তরুণ তুর্কি অঙ্গকৃশ রঘুবংশী ৩২ বলে হাফসেঞ্চুরি করেন । তিনি আউট হওয়ার পরে সংহারমূর্তি ধারণ করে ভেঙ্কি-রিঙ্কু জুটি। মাত্র ২৯ বলে ৬০ রান করেন  কেকেআর সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার । ১৭ বলে ৩২ রানে যোগ্য সঙ্গত করেন রিঙ্কু। তিন নাইটের দাপটে ২০০ রানের ঘরে পৌঁছায় কেকেআর।

২০০ রানের পুঁজি নিয়ে এরপর ঝাঁপিয়ে পরে কেকেআর ।এদিন  নতুন বলে কামাল দেখালেন কেকেআর এর   বৈভব অরোরা।  প্রথম ওভারেই ট্রাভিস হেডকে ফেরান বৈভব । দ্বিতীয় ওভারে অভিষেকের উইকেট তুলে নেন বৈভবের ওপেনিং বলের পার্টনার হর্ষিত রানা। বৈভব তৃতীয় ওভার শুরু করেন ঈশান কিষাণের উইকেটে। মাত্র ৯ রানে টপ অর্ডারের তিন উইকেট। এখান থেকেই জয়ের রাস্তা পরিষ্কার হতে থাকে কেকেআর এর।বরুণ চক্রবর্তী ও বৈভবের তিনটি করে উইকেট।

হর্ষিত ১৫ রানে ১ উইকেট নেন  । নারিন নেন একটি উইকেট। গোল্ডেন আর্ম রাসেলের ঝুলিতে ২ উইকেট। ১৬.৪ ওভারে ১২০ রানেই সানরাইজার্সকে গুটিয়ে দেয় কেকেআর।এদিন ম্যাচের  সেরা হন কেকেআর এর বৈভব আরোরা। এই জয়ের ফলে কেকেআর ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে উঠে এলো ৫ নম্বরে । এই জয়ে নেট রান রেটও ভালো করল নাইট রাইডার্স, যেটা টুর্নামেন্ট এর পরবর্তী পর্বে  ভীষণ গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *