যুগবীক্ষণ ডিজিটাল ডেস্ক :
এক ঝলকে —
কলকাতা নাইট রাইডার্স: ২০০/৬ (ভেঙ্কটেশ ৬০, অঙ্গকৃশ ৫০)
সানরাইজার্স হায়দরাবাদ: ১২০ (ক্লাসেন ৩৩, বরুণ ৩/২২, বৈভব ৩/২৯)
৮০ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স
সালটা ২০২৪। আইপিএল এর ফাইনালে সানরাইজার্স হায়দরবাদকে হারিয়েই আইপিএলে তৃতীয় ট্রফি জিতেছিল নাইট রাইডার্স। এ বারও জয়।গত ম্যাচে মুম্বাই এর বিরুদ্ধে মর্যাদার লড়াইয়ে বিশ্রী হার হয়েছিল কেকেআর এর। এবারে ঘরের মাঠে সানরাইজার্সের বিধ্বংসী ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দিয়ে দুর্দান্ত জয়ে ফিরে এলো কলকাতা। নাইটদের আঁটসাট বোলিংয়ের সামনে কুঁকড়ে গেল ‘রানমেশিন’ সানরাইজার্স হায়দরাবাদ। বিরাট ব্যবধানে ম্যাচ জিতে আবার প্লে অফের দৌড়ে প্রবলভাবে ফিরে এলেন অজিঙ্ক রাহানেরা।অপরদিকে ,এই নিয়ে টানা তিন ম্যাচে হার সানরাইজার্সের।

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ইডেনে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজ়ার্স হায়দরাবাদ।এর আগে দুটি দলই নিজেদের শেষ ম্যাচে হেরেছে। তাই দুই দলই জেতার জন্য মরিয়া ছিল। টসে হেরে ব্যাট করতে নেমে ধুঁকতে থাকে কেকেআর ইনিংস।ব্যাট করতে নেমে কলকাতা সাময়িক চাপে পড়েযায়। দ্বিতীয় ওভারে মাত্র ১ রান করে আউট হয়ে যান কুইন্টন ডি’কক। পরের ওভারে আউট সুনীল নারিন। ম্যাচের হাল ধরেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। তরুণ তুর্কি অঙ্গকৃশ রঘুবংশী ৩২ বলে হাফসেঞ্চুরি করেন । তিনি আউট হওয়ার পরে সংহারমূর্তি ধারণ করে ভেঙ্কি-রিঙ্কু জুটি। মাত্র ২৯ বলে ৬০ রান করেন কেকেআর সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার । ১৭ বলে ৩২ রানে যোগ্য সঙ্গত করেন রিঙ্কু। তিন নাইটের দাপটে ২০০ রানের ঘরে পৌঁছায় কেকেআর।

২০০ রানের পুঁজি নিয়ে এরপর ঝাঁপিয়ে পরে কেকেআর ।এদিন নতুন বলে কামাল দেখালেন কেকেআর এর বৈভব অরোরা। প্রথম ওভারেই ট্রাভিস হেডকে ফেরান বৈভব । দ্বিতীয় ওভারে অভিষেকের উইকেট তুলে নেন বৈভবের ওপেনিং বলের পার্টনার হর্ষিত রানা। বৈভব তৃতীয় ওভার শুরু করেন ঈশান কিষাণের উইকেটে। মাত্র ৯ রানে টপ অর্ডারের তিন উইকেট। এখান থেকেই জয়ের রাস্তা পরিষ্কার হতে থাকে কেকেআর এর।বরুণ চক্রবর্তী ও বৈভবের তিনটি করে উইকেট।

হর্ষিত ১৫ রানে ১ উইকেট নেন । নারিন নেন একটি উইকেট। গোল্ডেন আর্ম রাসেলের ঝুলিতে ২ উইকেট। ১৬.৪ ওভারে ১২০ রানেই সানরাইজার্সকে গুটিয়ে দেয় কেকেআর।এদিন ম্যাচের সেরা হন কেকেআর এর বৈভব আরোরা। এই জয়ের ফলে কেকেআর ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে উঠে এলো ৫ নম্বরে । এই জয়ে নেট রান রেটও ভালো করল নাইট রাইডার্স, যেটা টুর্নামেন্ট এর পরবর্তী পর্বে ভীষণ গুরুত্বপূর্ণ।
তবে দুর্দান্ত জয়ের দিনও ইডেন রইল একপ্রকার জনশূন্য।তবে প্রথম ম্যাচে তিল ধারণের জায়গা ছিল না ইডেনে। তবে এই ম্যাচে ছবিটা একেবারেই অন্যরকম। কেকেআর চলতি মরশুমের দ্বিতীয় হোম ম্যাচে খেলছে আর প্রায় খাঁ খাঁ করছে ইডেনের সব গ্যালারি
এক ঝলকে :
কলকাতা নাইট রাইডার্স: ২০০/৬ (ভেঙ্কটেশ ৬০, অঙ্গকৃশ ৫০)
সানরাইজার্স হায়দরাবাদ: ১২০ (ক্লাসেন ৩৩, বরুণ ৩/২২, বৈভব ৩/২৯)
৮০ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স
সালটা ২০২৪। আইপিএল এর ফাইনালে সানরাইজার্স হায়দরবাদকে হারিয়েই আইপিএলে তৃতীয় ট্রফি জিতেছিল নাইট রাইডার্স। এ বারও জয়।গত ম্যাচে মুম্বাই এর বিরুদ্ধে মর্যাদার লড়াইয়ে বিশ্রী হার হয়েছিল কেকেআর এর। এবারে ঘরের মাঠে সানরাইজার্সের বিধ্বংসী ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দিয়ে দুর্দান্ত জয়ে ফিরে এলো কলকাতা। নাইটদের আঁটসাট বোলিংয়ের সামনে কুঁকড়ে গেল ‘রানমেশিন’ সানরাইজার্স হায়দরাবাদ। বিরাট ব্যবধানে ম্যাচ জিতে আবার প্লে অফের দৌড়ে প্রবলভাবে ফিরে এলেন অজিঙ্ক রাহানেরা।অপরদিকে ,এই নিয়ে টানা তিন ম্যাচে হার সানরাইজার্সের।