যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ডেস্ক (Dial : 7604097600; Whatsapp : 7365021506)
Reported by : Tista Mondal
কলকাতা,৭ এপ্রিল :
জীবন মোদের রক্তে গড়া ,রক্তে গড়া প্রাণ
জীবন বাঁচাবো রক্ত দিয়ে ,করব রক্ত দান
রক্ত দান হল জীবন দান ,এক .মহতী দান। প্রতিটি রক্তের ফোটাই থাকে নতুন জীবনের অঙ্গীকার। বর্তমান এই হাইটেক যুগে দাঁড়িয়েও রক্ত তৈরির কোনো কৃত্তিম পদ্ধতি আবিষ্কৃত হয় নি। তাই রক্তের তীব্র অকাল মেটাতে একমাত্র ভরসা রক্তদান শিবিরই।

এই মানবকল্যান আদর্শে উদ্বুদ্ধ হয়েই টালিগঞ্জ রসা শক্তি সেবক সংঘের উদ্যোগে ও পরিচালনায় রামনবমীর দিন আয়োজিত হল এক সুবিশাল রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে প্রতি বছরই অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে রক্তদান করেন , এবছর তার ব্যতিক্রম নয় প্রায় ৫০০ জনের কাছাকাছি মানুষ স্বেচ্ছায় তাদের মূল্যবান রক্তদান করেন এদিন।
আমাদের রাজ্য তথা দেশ জুড়েই রক্তের তীব্র অকাল।বিশেষ করে গরম কালে রক্তের চাহিদা অনেকটাই বেড়ে যায়. দেখা দেয় রক্তের তীব্র আকাল। এমত অবস্থায় একমাত্র ভরসা রক্তদান শিবিরের আয়োজন ।জাতি ধর্ম নির্বিশেষে সবার রক্তই তো লাল। জীবন বাঁচাতে সবারই সর্বাগ্রে প্রয়োজন রক্তের।তাই রামনবমীতে একদিকে যখন রাজ্য জুড়ে মিটিং মিছিল করে কয়েকটি রাজনৈতিক সংগঠনের উগ্র সাম্প্রদায়িক স্লোগান, সেই আবহেই শক্তি সেবক সংঘের এই অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক মানবিক উদ্যোগ ।

বিশিষ্ট সমাজসেবী উত্তম মন্ডলের পৃষ্ঠপোষকতায় ও উদ্যোগে আয়োজিত রসা শক্তি সেবক সংঘের এই রক্তদান শিবির এবছর ২১ তম বর্ষে পদার্পণ করল।।প্রতি বছরের ন্যায় এ বছরও সমাজের বিভিন্ন স্তরের বহু মানুষ এসে তাদের মূল্যবান রক্ত দান করেন।এই

অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন তৃণমূল জয় হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি,বিশিষ্ট জননেতা ও অগ্রণী সমাজসেবী কার্তিক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, ১১ নম্বরের বোরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, ৯৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মিতালী বন্দ্যোপাধ্যায়, ১১২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। যুগবীক্ষন ডিজিটাল এর মুখোমুখি হয়ে এদিন সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক রক্তদানের গুরুত্ব সম্পর্কে তাঁর সংক্ষিপ্ত সুচিন্তিত বক্তব্য তুলে ধরেন কার্তিক বন্দোপাধ্যায় ।এদিনের এই রক্তদান শিবির কে কেন্দ্র করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান ছিল চোখে পড়ার মত।