যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ডেস্ক ( Dial : 7604097600 Whatsapp -7365021506 )

কলকাতা ,৮ এপ্রিল :
ম্যাচের একটা সময় প্রায় সকলেই ধরে নিয়েছিলেন যে আইপিএলের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়ে ফেলতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ৷কিন্তু তীরে এসে নাইট ব্রিগেডের তরী ডুবল। সেই মুহূর্ত তৈরিও হয়ে গিয়েছিল ৷ ইতিহাস তৈরি থেকে সামান্য দূরে থামতে হল রিঙ্কু সিং দের ৷এদিন ইডেনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষমেশ লখনউ সুপার জায়ান্টসের কাছে মাত্র ৪ রানে হেরে গেল কেকেআর।
এদিনের ম্যাচে কার্যত ইডেন গার্ডেন্স এর গ্যালারি শূন্যই ছিল। তবে এদিন যেন রানের উৎসব হল ইডেনের বাইশ গজে ৷ পাটা উইকেটে দুই ইনিংসে উঠল মোট ৪৭২ রান ৷এদিনের ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক অজিঙ্ক রাহানে ৷ সুপার জায়ান্টসের দুই ওপেনার মিচেল মার্শ এর ৮১ রান ও এডেন মার্করাম এর ৪৭ রান এবং নিকোলাস পুরানের ৩৬ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে লখনউ মাত্র তিন উইকেট হারিয়ে ২৩৮ রানের পাহাড় দাঁড় করায় ৷ এদিন শুরু থেকেই নাইট বোলারদের বিধ্বস্ত দেখায় পুরানদের সামনে ৷ ম্যাচে মোট ১৫ টি ছক্কা হাঁকান লখনউয়ের ব্যাটাররা ৷ নাইটদের হয়ে দুই উইকেট নেন হর্ষিত রানা ৷ একটি উইকেট পান আন্দ্রে রাসেল ৷
২৩৯ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন নাইটদের দুই ওপেনার সুনীল নারাইন (৩০ রান) এবং কুইন্টন ডি’কক (১৫ রান) ৷ তবে, অধিনায়ক অজিঙ্ক রাহানের ৬১ এবং সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার এর ৪৫ কেকেআর-কে ম্যাচে রেখেছিলেন ৷ তাঁদের বিধ্বংসী ব্যাটিংয়ে একটা সময় নাইটদের রানরেট প্রয়োজনের থেকে অনেকটাই বেশি ছিল ৷ প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৯রান তোলেন কেকেআর ৷ কিন্তু, রাহানে আউট হতেই ছন্দপতন ঘটে নাইটদের ৷পর পর রমনদীপ সিং, অঙ্গকৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার এবং আন্দ্রে রাসেলের উইকেট পড়ে যায় ৷ তবে, রিঙ্কু সিং যথেষ্ট সাহসী ইনিংস খেলে শেষ চেষ্টা করেন ৷ নাইটদের শেষ ওভারে দরকার ছিল ২৪ ৷ শেষ ওভারে স্ট্রাইকে ছিলেন হর্ষিত রানা ৷ তিনি একটি বাউন্ডারি মারলেও, দ্বিতীয় বল বিট হন ৷ তৃতীয় বলে একরান নিয়ে রিঙ্কুকে স্ট্রাইকে দেন ৷ শেষ তিন বলে দু’টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মারেন তিনি ৷ কিন্তু তিনি দলকে জেতাতে পারেননি।ম্যাচে শেষ হাসি হাসলেন ঋষভ পন্ত ৷চার রানে ম্যাচ হারতে হল কেকেআর-কে ৷রিঙ্কু ১৫ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা হয়েছেন লাখনৌয়ের নিকোলাস পুরান।

কলকাতা নাইট রাইডার্সকে তাদের ঘরের মাঠ ইডেনে হারিয়ে পয়েন্ট টেবলে পাঁচে উঠে এল লখনউ সুপার জায়ান্টস।অপরদিকে পয়েন্ট তালিকায় ছয় নম্বরেই রয়ে গেল নাইটরা ৷
আইপিএল ২০২৫-এর আপডেটেড পয়েন্ট টেবিল :
১) দিল্লি ক্যাপিটালস- ৩ ম্যাচে ৩টি জয়, ৬ পয়েন্ট, (নেট রানরেট +১.২৫৭)
২) গুজরাট টাইটান্স- ৪ ম্যাচে ৩টি জয়, ১টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট +১.০৩১)
৩) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৪ ম্যাচে ৩টিতে জয়, ১টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট +১.০১৫)
৪) পঞ্জাব কিংস- ৪ ম্যাচে ৩টি জয়, ১টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট +০.২৮৯)
৫) লখনউ সুপার জায়ান্টস- ৫ ম্যাচে ৩টি জয়, ২টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট +০.০৭৮)
৬) কলকাতা নাইট রাইডার্স- ৫ ম্যাচে ২টি জয়, ৩টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -০.০৫৬)
৭) রাজস্থান রয়্যালস- ৪ ম্যাচে ২টি জয়, ২টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -০.১৮৫)
৮) মুম্বই ইন্ডিয়ান্স- ৫ ম্যাচে ১টি জয়, ৪টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট -০.০১০)
৯) চেন্নাই সুপার কিংস- ৫ ম্যাচে ১টি জয়, ৪টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট -০.৮৮৯)
১০) সানরাইজার্স হায়দরাবাদ- ৫ ম্যাচে ১টি জয়, ৪টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট -১.৬২৯)