যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ডেস্ক :-
কলকাতা ,৩ মে :
“জীবন মোদের রক্তে গড়া, রক্তে গড়া প্রাণ,
জীবন বাঁচাবো রক্ত দিয়ে, করব রক্তদান।”
রক্তদান সর্বোত্তম মানবিক দান ,রক্তদান হল জীবন দান। প্রতিটি রক্তের ফোটায় থাকে নতুন জীবনের অঙ্গীকার। বর্তমান হাইটেক যুগে দাঁড়িয়েও রক্ত তৈরির কোন বিকল্প পদ্ধতি আবিষ্কৃত হয়নি। রক্তের তীব্র আকাল মেটাতে তাই একমাত্র ভরসা এই রক্তদান শিবিরই।

এই মানবিক ও মহানুভবতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গত ১ লা মে শ্রমিক দিবসের দিন দক্ষিণ কলকাতার কালীঘাট সংলগ্ন মানবকল্যাণকামী সংস্থা “আশ্রিতা ও কলরব “একটি সুবিশাল মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছিল।এই রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা ও পরিচালনায় ছিলেন “আশ্রিতা ও কলরব” এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবী কুমার রায়।
এই রক্তদান উৎসবকে কেন্দ্র করে এদিন উপস্থিত ছিলেন কলকাতার মহানাগরীক ফিরহাদ হাকিম, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশীষ কুমার, রাজ্যসভার সংসদ শুভাশীষ চক্রবর্তী,
৮ নং এর বরো চেয়ারম্যান চৈতালি চট্টোপাধ্যায়, ৯ নং এর বরো চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস, ৮৪ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পারমিতা চ্যাটার্জি, ৮৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মজুমদার, মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়, উলুবেড়িয়া উত্তর এর বিধায়ক নির্মল মাঝি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শুধু আমাদের রাজ্য নয় ,সমগ্র দেশ জুড়েই রক্তের তীব্র অকাল দেখা যায় ,বিশেষ করে গরমের সময় এই অকাল তীব্র আকার ধারণ করে। বহু মানুষের প্রাণ সংশয় দেখা দেয় এই পরিস্থিতিতে।এই কথা মাথায় রেখেই প্রায় দেড় হাজার এর কাছাকাছি মানুষ এদিন স্বেচ্ছায় তাদের মহামূল্যবান রক্তদান করেন। কুমারের নেতৃত্বে প্রকৃত অর্থেই এদিনের শিবির রক্তদান উৎসবে পরিণত হয়েছিল।এদিনের এই মহতী রক্তদান উৎসবকে কেন্দ্র করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান ছিল চোখে পড়ার মত।