যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো (Whatsap: 7604097600 ; email – yugabikshon21.com))
কলকাতা,২৩ জুন : তিনি যুব সমাজকে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলায় অধিক মনযনিবেশ করতে বলেছিলেন,,,হ্যা তিনি যুগপুরুষ বিবেকানন্দ ,,,
সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে দক্ষিণ কলকাতার অগ্রণী সমাজসেবী সংস্থা বিবেক এর কর্ণধার বিশিষ্ট সমাজসেবী ও জননেতা কার্তিক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও পরিচালনায় গত ১৪ থেকে ২২ জুন আটটি দল নিয়ে ৯ দিন ব্যাপী এক বিশেষ আমন্ত্রণ মূলক নকআউট
ফুটবল টুর্নামেন্ট ‘বিবেক কাপ’ এর আয়োজন করা হয়েছিল।দক্ষিণ কলকাতার হরিশ পার্ক ময়দানে আয়োজিত এই টুর্নামেন্টে চূড়ান্ত পর্যায়ের খেলায় ব্ল্যাক প্যান্থার এফ সি কে টাইব্রেকারে 3-2 গোলে হারিয়ে বিজয়ী হলো সায়নী এন্টারপ্রাইজ।
এদিনের টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিশিষ্ট মন্ত্রী অরূপ বিশ্বাস,শোভনদেব চট্টোপাধ্যায়,স্থানীয় 73 নম্বর ওয়ার্ডের পৌরমাতা কাজরি ব্যানার্জী, সাংসদ তথা প্রাক্তন জাতীয় ফুটবলার প্রসূন
ব্যানার্জী প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব্যানার্জী,প্রাক্তন ক্রিকেটার সম্বরণ ব্যানার্জীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।এই প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় মানুষজনদের উপস্থিতি ও উন্মাদনা ছিল চোখে পড়ার মত।