যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ডেস্ক ( Whatsapp :7604097600 )

হুগলী,১৫ জুলাই : চন্দননগর কর্পোরেশন পরিচালিত একটি স্কুলে সকালে প্রাথমিক বিভাগের ক্লাস হয়। সোমবার ক্লাসে প্রথম শ্রেণির দুই ছাত্র নিজেদের মধ্যে মারামারি করেছিল। সে সময়ে ক্লাসে যে দিদিমণি ছিলেন, তিনি দুই ছাত্রকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যান।অভিযোগ, এর পরেই ওই প্রধান শিক্ষক দুই ছাত্রকে একটি অন্ধকার ঘরে নিয়ে গিয়ে এক ছাত্রকে দিয়ে অন্য ছাত্রের সঙ্গে আপত্তিকর কাজ করতে বাধ্য করান । সেইসঙ্গে তিনি ভয়ও দেখান, কোনও ভাবেই যেন বাড়িতে কেউ এ ঘটনা জানতে না পারে।
এদিকে ওই ছাত্রের মা স্কুলে এলে, শিশুটি কান্নাকাটি শুরু করে মাকে সব ঘটনা জানায়।সেই সময়ে স্কুলে উপস্থিত অন্যান্য অভিভাবকরাও এই ঘটনা জানতে পারেন। স্বাভাবিকভাবেই স্কুলের সামনে শুরু হয় তুমুল হইচই।পরিস্থিতি সামাল দিতে চন্দননগর থানার পুলিশ এসে প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য । বিকেলে চন্দননগর থানায় লিখিত অভিযোগও দায়ের করে ছাত্রের পরিবার বলে জানা যাচ্ছে । অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে ছাত্র্রটির পরিবার। ,
জানা যাচ্ছে , স্কুলটিতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হয়। প্রধান শিক্ষক একজনই। এমন অভিযোগ এর আগে কোনও দিন স্কুলে আসেনি। ফলে এমন অভিযোগ শুনে স্থানীয় মানুষজন স্তম্ভিত।পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি।