২১ এর সমাবেশে মমতার বক্তৃতার মাঝেই মঞ্চ ছাড়লেন শতাব্দী ও শত্রুঘ্ন

কলকাতা,২৩ জুলাই : গত ২১ শে জুলাই রাজ্যের শাসক দল তৃণমূলের সুবিশাল শহীদ স্মরণ সমাবেশে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছোনোর আগেই ধর্মতলার সমাবেশ মঞ্চে পৌঁছে গিয়েছিলেন তিনি।পরনে সুতোর কাজ করা লাল-সাদা শাড়ি।ঠোঁটে চওড়া হাসি, চোখে রোদচশমা। ক্যামেরার সামনে ‘ভিক্ট্রি’ চিহ্নও দেখালেন।তিনি বীরভূমের সাংসদ শতাব্দী রায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তার আগুন ঝরানো বক্তৃতায় একের পর এক বিষয় নিয়ে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানাচ্ছেন। ঠিক সেই সময়েই মঞ্চ ছেড়ে বেরিয়ে গেলেন শতাব্দী রায়। একা শতাব্দী নন, বেরিয়ে গেলেন শত্রুঘ্ন সিন্হাও।মঞ্চে উপস্থিত সকলের মনেই কৌতূহল! কেন? জানা গেল, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন নাকি তাঁরা। শুশ্রূষার জন্য তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল বলে খবর !

সন্ধ্যায় অভিনেত্রী-সাংসদ শতাব্দী জানান, তীব্র গরমে তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। পরিস্থিতি এতটাই মারাত্মক হয় যে তাঁর মনে হচ্ছিল অচেতন হয়ে পড়বেন। প্রথম দিকে অবশ্য এতটা শরীর খারাপ লাগেনি। তবে রোদ বাড়তেই অসুস্থ বোধ করেন। তবে এখন অনেকটা সুস্থ তিনি।বাড়িতে বিশ্রামে আছেন বলে জানিয়েছেন সাংসদ । শত্রুঘ্ন সিন্হাকেও এসএসকেএমে পাঠানো হয়। তবে প্রাথমিক চিকিৎসার পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *