নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জমিন পার্থর- পুজোর আগেই কি ঘরে ফিরছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ?

কলকাতা ,১৮ আগস্ট :শিক্ষক নিয়োগ সংক্রান্ত ইডির মামলায় , আগেই তাতে জামিন পেয়েছিলেন ।আজ সোমবার সিবিআইয়ের মামলায়ও জামিন পেলেন তিনি।হ্যা, সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি এন কোটিশ্বর সিং-এর ডিভিশন বেঞ্চে শুনানির পর গ্রুপ সি নিয়োগ কেলেঙ্কারি মামলায় জামিন পার্থর।যদিও শারীরিক অসুস্থতার কারণে এখন তিনি বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ দিন পার্থর সঙ্গে শর্তসাপেক্ষে জামিন পান নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহাও।আদালতের নির্দেশ, চার সপ্তাহের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। দু’মাসের মধ্যে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু করতে হবে।
প্রসঙ্গত গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলা এখনও আলিপুর সিবিআই স্পেশাল কোর্টে বিচারাধীন। ফলে আইনজীবীদের মতে সেই মামলায় জামিন না হলে পার্থর জেলমুক্তি সম্ভব নয় । অন্যদিকে আইনজীবীদেরই একটি অংশের মতে, সুপ্রিম কোর্টের শর্তাধীন জামিনকে হাতিয়ার করে সিবিআই স্পেশাল কোর্টে পার্থর গ্রুপ-ডি মামলার জামিনের আবেদন বাড়তি সুযোগ দিতে পারে। পার্থর আইনজীবীদের মতে, তাঁর জেলমুক্তির সম্ভাবনা এ বার অবশ্যই জোরাল হল।

প্রসঙ্গত ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাতভর তল্লাশি চালিয়ে ২৩ জুলাই গ্রেপ্তার করে পার্থকে। তিন বছরের বেশি সময় ধরে জেলবন্দি পার্থ।এরই মধ্যে গত জানুয়ারি মাসে ইডির মামলায় জামিন পান প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে তাঁর জামিন নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বিমত তৈরি হওয়ায় তৈরি করতে হয় তৃতীয় বেঞ্চ। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চও পার্থর জামিনের আর্জি খারিজ করে দিয়েছিলেন। এর পরেই সুপ্রিম কোর্টে যান তিনি।প্রসঙ্গত এই জামিন মেলায় আপাতত জেলমুক্ত না হলেও সেই সম্ভবনা যে জোরালো হলো সন্দেহ নেই। তবে কি দূর্গা পুজোর আগেই ঘরে ফিরছেন একদা নামি পুজোর সাংগাঠপক পার্থ ? সময় বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *