যুগবীক্ষণ ডিজিটাল ডেস্ক (Dial : 7604097600) Updated at : 4.02 pm
Reported by : Tista Mondal Digital Arrangement by : Laboni Dey
কলকাতা , ২৮ আগস্ট :বিগত বেশ কয়েকবছর ধরে সেই একই দৃশ্য , একই অভিজ্ঞতা ! শ্রীভূমির দুর্গাপুজো মানেই যানজটে চূড়ান্ত নাজেহাল গোটা ভিআইপি রোড।চিংড়িঘাটা থেকে উল্টোডাঙা— সর্বত্র ট্রাফিক স্তব্ধ। দীর্ঘ সময় লেগে যায় সামান্য দূরত্ব অতিক্রম করতেও এমনকী অনেকে মিস করেন ফ্লাইটও । শ্রীভূমির পুজোর কারণে যাতে সাধারণ মানুষের ভোগান্তি না-হয় তা দেখার জন্য দুর্গাপুজো সংক্রান্ত বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছিলেন পুলিশকে। সে কারণেই এবার আগে থেকেই প্রস্তুতি সেরে রাখতে চাইছে লালবাজার।এই জন্য কলকাতা পুলিশ সমন্বয়ের কাজ শুরু করল বিধাননগর কমিশনারেটের সঙ্গে। পুজোর দিনগুলিতে ট্রাফিক সচল রাখতে প্রয়োজনে কলকাতা পুলিশের কর্মী ও অফিসারদেরও যাতে ভিআইপি রোডে মোতায়েন করা হয় সে বিষয়েও দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

বিশেষ সূত্রে জানা যাচ্ছে যান চলাচল সচল রাখতে উল্টোডাঙা থেকে বিমানবন্দরমুখী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে চিংড়িঘাটা হয়ে নিউ টাউনের দিকে। আর বিমানবন্দর থেকে কলকাতামুখী গাড়িগুলিকেও নিউ টাউনের রাস্তা দিয়ে ঢোকানো হবে শহরে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, পঞ্চমী থেকে দশমী— সন্ধে ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত কেষ্টপুর পর্যন্ত বন্ধ থাকবে অটো চলাচল। ভিআইপি রোডে পর্যাপ্ত পুলিশকর্মী সহ থাকবেন ২ জন ডেপুটি কমিশনার, ৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ।
ভিড় এড়াতে ভিআইপি রোডে কোনওভাবেই দর্শনার্থীদের দাঁড়াতে দেওয়া হবে না। পথচারীদের রাস্তা পারাপার করতে বাধ্যতামূলক করা হবে সাবওয়ে ব্যবহার।
শ্রীভূমির পুজোর অন্যতম উদ্যোক্তা , দমকলমন্ত্রী সুজিত বসুর বক্তব্য ,‘মানুষের সমস্যা যাতে না হয় সে জন্য পুলিশের পাশাপাশি আমরাও ভিড় নিয়ন্ত্রণে বেসরকারি সংস্থা থেকে বাড়তি কর্মী নিয়োগ করেছি, যাতে ভিআইপি রোডে সাধারণ মানুষ অসুবিধায় না পড়েন। আশা রাখি, এ বারে সমস্যা হবে না।’তবে কি পুজোর দিনগুলিতে শ্রীভূমি মুখী জনসাধারণ অতীতের বিরক্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে চলেছেন ? উত্তর পেতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।