যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো
Report : Tista Mondal ● Digital Editing : Laboni Dey

কলকাতা , ৯ অক্টোবর :জনপ্রিয় গায়ক জ়ুবিন গর্গের মৃত্যু ঘিরে ক্রমেই রহস্য বাড়ছে।তদন্ত যত এগোচ্ছে সামনে আসছে একের পর এক চমকপ্রদ তথ্য এবং সেই সঙ্গে বাড়ছে গ্রেফতারের সংখ্যাও। এ বার আরেকটি চমকপ্রদ মোড় সামনে এলো । অসম পুলিশের হাতে গ্রেপ্তার হলেন গায়কের তুতো ভাই সন্দীপন গর্গ।তিনি অসম পুলিশের ডিএসপি।সূত্রের খবর খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় সন্দীপনকে । সিঙ্গাপুরে জ়ুবিনের সফরসঙ্গী ছিলেন তিনি। এমনকী ঘটনার দিন জ়ুবিনের ইয়টে যে আট জন উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যেই ছিলেন সন্দীপন।সন্দীপনকে নিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দক্ষিণ সিঙ্গাপুরে জ়ুবিন গর্গের সঙ্গে যাঁরা গিয়েছিলেন, অসম সিআইডি তাঁদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। জ়ুবিন সে দিন কেন সাঁতার কাটতে নেমেছিলেন, সে সময়ে তাঁর শারীরিক অবস্থা কেমন ছিল, কেন তাঁকে বাঁচানো গেল না— মূলত সেই সমস্ত প্রশ্নের উত্তরের খোঁজেই গত ৩০ সেপ্টেম্বর সন্দীপনকে হাজিরা দিয়েছিলেন সন্দীপনও। জ়ুবিন সে দিন কেন সাঁতার কাটতে নেমেছিলেন, সে সময়ে তাঁর শারীরিক অবস্থা কেমন ছিল, কেন তাঁকে বাঁচানো গেল না— মূলত সেই সমস্ত প্রশ্নের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন সন্দীপন। এর পরেই তাঁর বক্তব্যে অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হয় বলে খবর।

প্রসঙ্গত ,নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গত মাসে সিঙ্গাপুরে গিয়েছিলেন জ়ুবিন গর্গ। ১৯ সেপ্টেম্বর সেখানেই মৃত্যু হয় তাঁর। প্রাথমিক ভাবে জানা যায়, স্কুবা ডাইভিংয়ের সময়ে মৃত্যু হয় জ়ুবিনের। যদিও অসমের এই সুপারস্টারের মৃত্যু নিয়ে নানা মহলে নানা প্রশ্ন উঠছিল। পরিবারের তরফেও মৃত্যুর আসল কারণ সামনে আনার দাবি তোলা হয়।এরপর অসম সরকার ১০ সদস্যের একটি সিট্ গঠন করে। সেই বিশেষ তদন্তকারী দলই একে একে তলব করে ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজ়ার শ্যামকানু মহন্ত, সিঙ্গাপুর অসম অ্যাসোসিয়েশনের সদস্যদের। জ়ুবিনের সফরসঙ্গীদেরও তলব করা হয়।
এই ঘটনায় ২ অক্টোবর গ্রেপ্তার হন চার জন। প্রথমে গ্রেপ্তার হন জ়ুবিনের ব্যান্ডমেট শেখরজ্যোতি গোস্বামী ও কো-সিঙ্গার অমৃতপ্রভা মোহন্ত। ইয়ট পার্টিতে ছিলেন তাঁরা। ঘটনার দিন শেখরজ্যোতি জ়ুবিনের একেবারে সামনেই ছিলেন, জ়ুবিন সাঁতার কাটছিলেন, তিনি সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করছিলেন। এর পরেই গ্রেপ্তার করা হয় ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজ়ার শ্যামকানু মোহন্তকে। খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অবহেলার কারণে মৃত্যুর ঘটনার মতো অভিযোগে গ্রেপ্তার হন তাঁরা। এ বার গ্রেপ্তার জ়ুবিনের পুলিশ আধিকারিক ভাই সন্দীপন ।গায়কের রহস্য মৃত্যু তদন্তে আর কি চমক অপেক্ষা করছে তা সময় বলবে বৈকি।