জ়ুবিন গর্গের রহস্য মৃত্যু তদন্তে নয়া মোড় :এবার পুলিশের জালে গায়কের ভাই

দক্ষিণ সিঙ্গাপুরে জ়ুবিন গর্গের সঙ্গে যাঁরা গিয়েছিলেন, অসম সিআইডি তাঁদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। জ়ুবিন সে দিন কেন সাঁতার কাটতে নেমেছিলেন, সে সময়ে তাঁর শারীরিক অবস্থা কেমন ছিল, কেন তাঁকে বাঁচানো গেল না— মূলত সেই সমস্ত প্রশ্নের উত্তরের খোঁজেই গত ৩০ সেপ্টেম্বর সন্দীপনকে হাজিরা দিয়েছিলেন সন্দীপনও। জ়ুবিন সে দিন কেন সাঁতার কাটতে নেমেছিলেন, সে সময়ে তাঁর শারীরিক অবস্থা কেমন ছিল, কেন তাঁকে বাঁচানো গেল না— মূলত সেই সমস্ত প্রশ্নের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন সন্দীপন। এর পরেই তাঁর বক্তব্যে অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হয় বলে খবর।

প্রসঙ্গত ,নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গত মাসে সিঙ্গাপুরে গিয়েছিলেন জ়ুবিন গর্গ। ১৯ সেপ্টেম্বর সেখানেই মৃত্যু হয় তাঁর। প্রাথমিক ভাবে জানা যায়, স্কুবা ডাইভিংয়ের সময়ে মৃত্যু হয় জ়ুবিনের। যদিও অসমের এই সুপারস্টারের মৃত্যু নিয়ে নানা মহলে নানা প্রশ্ন উঠছিল। পরিবারের তরফেও মৃত্যুর আসল কারণ সামনে আনার দাবি তোলা হয়।এরপর অসম সরকার ১০ সদস্যের একটি সিট্ গঠন করে। সেই বিশেষ তদন্তকারী দলই একে একে তলব করে ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজ়ার শ্যামকানু মহন্ত, সিঙ্গাপুর অসম অ্যাসোসিয়েশনের সদস্যদের। জ়ুবিনের সফরসঙ্গীদেরও তলব করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *