যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
কলকাতা , ১৬ অক্টোবর

সম্প্রতি প্রদান করা হলো নোবেল পুরস্কার ,২০২৫।৬ টি ক্ষেত্রে মোট ১৪ জন কৃতী পেলেন এই মহার্ঘ্য পুরস্কার। বিশ্বের সব ধরণের পুরস্কারের মধ্যে নিঃসন্দেহে সর্বোচ্ছ সম্মানের দাবিদার নোবেল পুরস্কার।এই পুরস্কারের প্রতিষ্ঠাতা: আলফ্রেড নোবেল ছিলেন একজন সুইডিশ রসায়নবিদ এবং ডিনামাইট আবিষ্কারক । ১৯০১ সাল থেকে এই পুরস্কার প্রদান শুরু হয়।শুরুতে মূলত পাঁচটি ক্ষেত্রে পুরস্কার দেওয়া হতো- পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা বা শারীরবিদ্যা, সাহিত্য এবং শান্তি।১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার প্রদান শুরু হয়।এক্ষেত্রে একটি চমকপ্রদ তথ্য হল শুধুমাত্র শান্তি পুরস্কারটি নরওয়ের অসলো থেকে প্রদান করা হয়, বাকি সব ক্ষেত্রের পুরস্কার প্রদান করা হয় সুইডেন থেকে ।

নোবেল পুরস্কারের এই সুদীর্ঘ ১২৫ বছরের পথ চলার মাঝে মাত্র ৩ বছর হোঁচট খেতে হয়েছিল পুরস্কার প্রদানকারী সংগঠক কমিটিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ১৯৪০ থেকে ১৯৪২ সাল পর্যন্ত, যুদ্ধ পরিস্থিতির কারণে পুরস্কার প্রদান বন্ধ রাখা হয়েছিল।