যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
Report : Tista Mondal ● Digital Arrangement : Laboni Dey
কলকাতা, ৮ নভেম্বর:বাংলায় বিস্তর রাজনৈতিক তরজা ও বিতর্কের মাঝেই গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন)। শুক্রবার রাত ৮টা পর্যন্ত ৩ কোটি ৪ লক্ষ মানুষের কাছে এনিউমারেশন ফর্ম পৌঁছে গিয়েছে।সেই সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসছে SIR আতঙ্কে মৃত্যুর। এখনও অবধি SIR আতঙ্কে ১৬ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। ২০০২ সালের SIR-এ যাঁদের নাম নেই, আতঙ্ক বাড়ছে তাঁদের মধ্যে।

এই পরিস্থিতিতে এবার জরুরি ভিত্তিক বিশেষ টিম গঠন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।অভিষেকের তত্ত্বাবধানে। তৃণমূল নেতাদের নিয়ে এই বিশেষ কমিটি তৈরি করা হয়েছে। SIR আতঙ্কে যাঁদের মৃত্যু হয়েছে, কমিটির নেতারা তাঁদের বাড়ি যাবেন, পরিবারের সঙ্গে কথা বলবেন এবং অবশ্যই প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে জানা যাচ্ছে ।
প্রসঙ্গত , ৪ নভেম্বর, যে দিন থেকে বাড়ি বাড়ি গিয়ে BLO-রা এনিউমারেশন ফর্ম ফিলআপ পর্ব শুরু করেছেন, সে দিনই পথে নেমেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের নেতা-কর্মীরা। কলকাতায় মহামিছিল শেষে জোড়াসাঁকোয় সভা থেকে অভিষেক এই SIR প্রক্রিয়ার সমালোচনা করে বলেছিলেন, ‘আগে মানুষ সরকারকে বাছত, আজ সরকার বেছে নিচ্ছে ভোটার।’
একই সঙ্গে SIR আতঙ্কের পরিপ্রেক্ষিতে তোপ দেগে অভিষেক জানিয়েছিলেন, একজন যোগ্য ভোটারকেও বাংলাছাড়া করা যাবে না। প্রয়োজনে দিল্লি যাবেন। গত নির্বাচনগুলিতে বার বার বিজেপি বাংলায় মুখ থুবড়ে পড়ায়, প্রতিশোধস্পৃহা থেকে এ ভাবে তারা SIR-কে হাতিয়ার করেছে বলেও কটাক্ষ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এ বার মানুষের পাশে থাকতে গড়যেন বিশেষ কমিটি।