যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
Report: Tista Mondal ● Digital Arrangements: Laboni Dey

কলকাতা : ৯ নভেম্বর বাংলায় গত ৪ নভেম্বর থেকে বিভিন্ন রাজনৈতিক তরজা ও বিতর্ক বিবাদের মধ্যেই শুরু হয়েছে SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) . ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ শোনা যাচ্ছে।বর্ধমানে এবার বিপরীত চিত্র বৈকি ! বর্ধমানের মেমারিতে SIR-এর এনিউমারেশন ফর্ম বিলি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন BLO বছর পঞ্চাশের নমিতা হাঁসদা। দ্রুত তাঁকে ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর।অতিরিক্ত কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে দাবি পরিবারের।
মেমারি থানার অন্তর্গত বোহার-২ গ্রাম পঞ্চায়েতের চক বলরামের বাঙাল পুকুর এলাকায় এনিউমারেশন ফর্ম বিলি করছিলেন স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা। কাজ চলাকালীনই তিনি অসুস্থ হয়ে পড়েন।ফর্ম বিলির সময়ে হঠাৎই তাঁর ব্রেন স্ট্রোক হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ,। মৃতের স্বামী মাধব হাঁসদা জানান, বিডিও অফিস থেকে প্রচন্ড চাপ দেওয়া হচ্ছিল। প্রতিদিন রাত পর্যন্ত ফর্ম বিলি করছিলেন। অতিরিক্ত কাজের চাপেই স্ত্রীর মৃত্যু বলে অভিযোগ তার ।