যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ডেস্ক :
Report by : Laboni De ● Digital arrangement & Graphix : Tista Mondal

কলকাতা,৭ ডিসেম্বর :হঠাৎ অসুস্থ জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। সূত্রের খবর, শনিবার রাতে আচমকা বুকে অস্বস্তি অনুভব করেন ৬১ বছরের গায়ক। তারপর রাত ২ টো নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে জানা যায় হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছে তার।বুকে বসানো হয়েছে দুটি স্টেন্ট ও। চিকিৎসকরা জানিয়েছেন গায়কের অবস্থা স্থিতিশীল।
এই হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণ হিসেবে জানা যাচ্ছে, পর পর বেশ কয়েকদিন গানের অনুষ্ঠান করেছিলেন নচিকেতা। যার ফলে শারীরিক ধকল যাচ্ছিল বেশ কিছু দিন ধরে।বেশ কিছু অসুস্থতা থাকলেও এই হৃদরোগ আগে ছিল না বলে জানিয়েছে গায়কের ঘনিষ্ঠ সূত্র। অসুস্থতার জন্য বরাবরই খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে রাখেন তিনি ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় স্বয়ং এবছরেই একটি অনুষ্ঠানে গায়ককে ঠিকমত খাওয়াদাওয়া করার পরামর্শ দিয়েছিলেন।অনুষ্ঠানের চাপেই গায়ক এর এই হঠাৎ অসুস্থতা বলে জানা যাচ্ছে।রবিবারও গায়কের একটি অনুষ্ঠান ছিলো আসানসোলে , সেটিও গায়কের অসুস্থতার জন্য বাতিল করা হয়েছে। পরবর্তী কয়েকটি অনুষ্ঠানও এই একই কারণে বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে ।