কলকাতায় মেসি ট্রাজেডির ভিলেন : তারকা ফুটবলারওয়ালা তকমা পাওয়া কে এই শতদ্রু দত্ত ? মেসির সঙ্গে তার যোগাযোগ কিভাবে ?

তিনদিনের ভারত সফরে শুক্রবার গভীর রাতেই কলকাতায় আগমন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল ১১:৩০ নাগাদ যুবভারতীতে উপস্থিত হয়েছিলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার।হাজার হাজার মেসি ভক্তরা তাদের ভগবানকে একপলক দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে মাঠে এসেছিলেন।যুবভারতী ক্রীড়াঙ্গন কানায় কানায় পূর্ণ ছিল।মেসির কয়েকটি দার্থক তথা ফ্যান সংযোগ মূলক কর্মসূচি ছিল।প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল দর্শকদের সেইভাবে। কিন্তু বাস্তবে কি ঘটল ! কিছু চরম হ্যাংলা ভিভিআইপি , নেতা ও মন্ত্রীদের আদিখ্যেতা ও দায়িত্বজ্ঞানহীনতায় তাকে দেখতেই পেলেন না দর্শকরা ! এমনভাবে কিছু লোক মেসিকে ঘিরে রাখলেন যে আগত হাজার হাজার ফুটবলপ্রেমী ও মেসি ভক্তরা দেখতেই পেলেন না এম এল ১০ কে।

স্বাভাবিকভাবেই দর্শকরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে যুবভারতী লণ্ডভণ্ড করে দেয়। মাঠে ঢুকে যায় অসংখ্য লোক, গ্যালারি থেকে অসংখ্য চেয়ার ও জলের বোতল ছোড়া হয় বৃষ্টির মতো। আগুন জ্বালিয়ে দেওয়া হয় একটা অংশে।উপরে ফেলা হয় টেন্টও।এক সময় পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। নামানো হয় র‍্যাফ। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার পর শনিবারই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় কলকাতা এবং হায়দ্রাবাদের G.O.A.T ইভেন্টের আয়োজক শতদ্রুকে।তার বিরুদ্ধে যে অভিযোগ গুলি সামনে এসেছে সেগুলি হল- অতিরিক্ত টিকিট বিক্রি, দর্শক ব্যবস্থাপনায় চরম ব্যর্থতা, নিরাপত্তা ও প্রোটোকলে গাফিলতি, ভক্তরা মেসির সরাসরি দর্শন না পাওয়া।সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আদালতে পেশ করা হয়েছে শতদ্রুকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *